ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জিসান নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচঁন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় জিসানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে ভর্তি করে। আহত জিসান চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মাঝেরপাড়ার কামাল হোসেনের ছেলে।

আহত জিসান বলেন, ‘আমার বন্ধু রাসেল বেশ কয়েক দিন আগে মোটরসাইকেল কেনার জন্য জাফরপুর গ্রামের আরিফকে ৫০ হাজার টাকা দেয়। আরিফ মোটরসাইকেলের পূর্ণ টাকা না মোটরসাইকলে দেওয়ার তথা বলে রাসেলকে ঘুড়াতে থাকে। আজ (গতকাল) রাতে আমি চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়ায় গিয়ে বিষয়টি মিমাংসার জন্য আরিফের নিকটে যেয়ে রাসেলের টাকা ফেরত দিতে বলি। এসময় সে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় ব্যক্তিরা চিৎকার শুনে আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে চিকিৎসক আমাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ বলেন, ‘গাড়াবাড়িয়া ছাগলাপাড়ায় এক যুবকে কুপিয়ে জখম করার বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

আপলোড টাইম : ০৪:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জিসান নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচঁন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় জিসানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে ভর্তি করে। আহত জিসান চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মাঝেরপাড়ার কামাল হোসেনের ছেলে।

আহত জিসান বলেন, ‘আমার বন্ধু রাসেল বেশ কয়েক দিন আগে মোটরসাইকেল কেনার জন্য জাফরপুর গ্রামের আরিফকে ৫০ হাজার টাকা দেয়। আরিফ মোটরসাইকেলের পূর্ণ টাকা না মোটরসাইকলে দেওয়ার তথা বলে রাসেলকে ঘুড়াতে থাকে। আজ (গতকাল) রাতে আমি চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়ায় গিয়ে বিষয়টি মিমাংসার জন্য আরিফের নিকটে যেয়ে রাসেলের টাকা ফেরত দিতে বলি। এসময় সে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় ব্যক্তিরা চিৎকার শুনে আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে চিকিৎসক আমাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ বলেন, ‘গাড়াবাড়িয়া ছাগলাপাড়ায় এক যুবকে কুপিয়ে জখম করার বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’