ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পিরোজখালিতে রাব্বি (২২) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালি গ্রামের স্কুলপাড়ার এঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম রাব্বি চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের মনু মিয়ার ছেলে।

জানা যায়, গতকাল রাতে পিরোজখালি গ্রামের ডাকু নামে এক ব্যক্তির নিকট তাড়ি সেবন করতে যায় রাব্বিসহ তিন বন্ধু। সেখানে রাব্বির সঙ্গে তাড়ি বিক্রেতা ডাকুর কাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ডাকু তার নিকট থাকা ধারালো হাসুয়া দিয়ে রাব্বির বুকে একটি কোপ মারে। এতে রাব্বি রক্তাক্ত জখম হয়। পরে রাব্বির বন্ধুরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পারভেজ বলেন, ‘রাব্বির বুকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে। ক্ষতস্থানে ২০ থেকে ২২ টি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত।’

চুয়াডাঙ্গা সদর অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান বলেন, ‘রাব্বি নামের এক যুবককে কুপিয়ে জখমের একটি ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

আপলোড টাইম : ১১:২২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পিরোজখালিতে রাব্বি (২২) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালি গ্রামের স্কুলপাড়ার এঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম রাব্বি চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের মনু মিয়ার ছেলে।

জানা যায়, গতকাল রাতে পিরোজখালি গ্রামের ডাকু নামে এক ব্যক্তির নিকট তাড়ি সেবন করতে যায় রাব্বিসহ তিন বন্ধু। সেখানে রাব্বির সঙ্গে তাড়ি বিক্রেতা ডাকুর কাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ডাকু তার নিকট থাকা ধারালো হাসুয়া দিয়ে রাব্বির বুকে একটি কোপ মারে। এতে রাব্বি রক্তাক্ত জখম হয়। পরে রাব্বির বন্ধুরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পারভেজ বলেন, ‘রাব্বির বুকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে। ক্ষতস্থানে ২০ থেকে ২২ টি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত।’

চুয়াডাঙ্গা সদর অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান বলেন, ‘রাব্বি নামের এক যুবককে কুপিয়ে জখমের একটি ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’