ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মহানামযজ্ঞানুষ্ঠানের শেষ দিন আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / ৩২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় চলমান মহানাম সংকীর্তনের শেষ দিনে ভক্ত, পূজারী ও পূণার্থীদের পদচারণায় মুখরিত ছিল আয়োজন স্থল পান্না সিনেমা হল চত্বর। গতকাল বুধবার ছিল শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠানের শেষ দিন। শেষ দিনের সকাল থেকেই ভক্ত, পূজারী এবং পূণার্থীদের পদচারণায় মুখরিত হয়ে হয়ে ওঠে আয়োজক স্থল। মহানামযজ্ঞের শেষ দিন আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে এবারের নামযজ্ঞের অষ্টকালীন লীলা কীর্তন। লীলা কীর্তন পরিবেশন করবেন ভারতের ড. সুশীল রায়, সাতক্ষীরার বাসুরিয়া সম্প্রদায় ও যশোরের শ্রীমতি কৃষ্ণরানী পাল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মহানামযজ্ঞানুষ্ঠানের শেষ দিন আজ

আপলোড টাইম : ০৯:২৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় চলমান মহানাম সংকীর্তনের শেষ দিনে ভক্ত, পূজারী ও পূণার্থীদের পদচারণায় মুখরিত ছিল আয়োজন স্থল পান্না সিনেমা হল চত্বর। গতকাল বুধবার ছিল শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠানের শেষ দিন। শেষ দিনের সকাল থেকেই ভক্ত, পূজারী এবং পূণার্থীদের পদচারণায় মুখরিত হয়ে হয়ে ওঠে আয়োজক স্থল। মহানামযজ্ঞের শেষ দিন আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে এবারের নামযজ্ঞের অষ্টকালীন লীলা কীর্তন। লীলা কীর্তন পরিবেশন করবেন ভারতের ড. সুশীল রায়, সাতক্ষীরার বাসুরিয়া সম্প্রদায় ও যশোরের শ্রীমতি কৃষ্ণরানী পাল।