ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে তিন ফার্মেসিতে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ওষুধের প্রকৃত মূল্য মার্কারি পেন দিয়ে মুছে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ওষুধ প্রশাসনের অভিযানে চুয়াডাঙ্গার তিন ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ ও মোকামতলা বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে¡ ও ওষুধ প্রশাসন চুয়াডাঙ্গার সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ওষুধের প্রকৃত মূল্য মার্কারি পেন দিয়ে মুছে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে ডিঙ্গেদাহ বাজারের মেসার্স আজিজ মেডিকেল হলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ব্যবসা পরিচালনা করার অপরাধে মোকামতলা বাজার মেসার্স করিম ডেন্টালকে এক হাজার টাকা ও মেসার্স মা-বাবার দোয়া ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ওষুধ প্রশাসন চুয়াডাঙ্গার সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব বলেন, ফার্মেসিগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ বিক্রয় এবং ওষুধের দাম বেশি নিলেই ব্যবস্থা নেওয়া হবে। কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এসময় তিনি ওষুধ প্রশাসনের পক্ষ থেকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে তিন ফার্মেসিতে জরিমানা

আপলোড টাইম : ০৪:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: ওষুধের প্রকৃত মূল্য মার্কারি পেন দিয়ে মুছে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ওষুধ প্রশাসনের অভিযানে চুয়াডাঙ্গার তিন ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ ও মোকামতলা বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে¡ ও ওষুধ প্রশাসন চুয়াডাঙ্গার সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ওষুধের প্রকৃত মূল্য মার্কারি পেন দিয়ে মুছে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে ডিঙ্গেদাহ বাজারের মেসার্স আজিজ মেডিকেল হলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ব্যবসা পরিচালনা করার অপরাধে মোকামতলা বাজার মেসার্স করিম ডেন্টালকে এক হাজার টাকা ও মেসার্স মা-বাবার দোয়া ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ওষুধ প্রশাসন চুয়াডাঙ্গার সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব বলেন, ফার্মেসিগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ বিক্রয় এবং ওষুধের দাম বেশি নিলেই ব্যবস্থা নেওয়া হবে। কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এসময় তিনি ওষুধ প্রশাসনের পক্ষ থেকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান।