ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০২:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

পণ্যের গায়ে মূল্য না থাকা এবং ওজনে কারচুপি, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, গতকাল রোববার চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় বিদেশি পণ্যের গায়ে মূল্য না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় শহরের মেসার্স হক স্টোরকে ৫ হাজার টাকা এবং ওজনে কারচুপি, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুত করার অপরাধে একই আইনের ৩৭ ও ৪৬ ধারায় মেসার্স বসু সুইট এর মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড টাইম : ০২:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

পণ্যের গায়ে মূল্য না থাকা এবং ওজনে কারচুপি, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, গতকাল রোববার চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় বিদেশি পণ্যের গায়ে মূল্য না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় শহরের মেসার্স হক স্টোরকে ৫ হাজার টাকা এবং ওজনে কারচুপি, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুত করার অপরাধে একই আইনের ৩৭ ও ৪৬ ধারায় মেসার্স বসু সুইট এর মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম।