ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে অটো স্কুল ভ্যান প্রদান করলেন বাবু দিলীপ কুমার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৪১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অটিস্টিক স্কুলে অটো স্কুল ভ্যান প্রদান করেছে তারাদেবী ফাউন্ডেশন। গতকাল শনিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা পুরাতন পান্না সিনেমা হল প্রাঙ্গনে এ অটো স্কুল ভ্যান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অটো স্কুল ভ্যানটি বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের কর্মকর্তাদের হাতে তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, বিশিষ্ট ব্যবসায়ী ওয়ায়েচ কুরুনি টিটো, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, অটিস্টিক স্কুলের পরিচালক কাওসার আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, অটিস্টিক স্কুলে সহযোগিতা করা একটি বড় সামাজিক কাজ। তারাদেবী ফাউন্ডেশন সবসময় দেখি মানুষের কল্যাণে কাজ করছে, যা প্রশংসার দাবি রাখে। অনেক সময় আমি নিজেও অনেক সাহায্যপ্রার্থীকে এখানে পাঠাই। এভাবেই সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে।’

সভাপতির বক্তব্যে, তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমি আমার বাচ্চাকে কীভাবে দেখাশোনা করব, সেটা অভিভাবকের ওপর নির্ভর করে। এ স্কুলটির আমি খোঁজখবর রাখি। স্কুলটি চুয়াডাঙ্গা অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করছে। এ ধরনের উদ্যোগে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে অটো স্কুল ভ্যান প্রদান করলেন বাবু দিলীপ কুমার

আপলোড টাইম : ০৫:৪১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অটিস্টিক স্কুলে অটো স্কুল ভ্যান প্রদান করেছে তারাদেবী ফাউন্ডেশন। গতকাল শনিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা পুরাতন পান্না সিনেমা হল প্রাঙ্গনে এ অটো স্কুল ভ্যান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অটো স্কুল ভ্যানটি বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের কর্মকর্তাদের হাতে তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, বিশিষ্ট ব্যবসায়ী ওয়ায়েচ কুরুনি টিটো, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, অটিস্টিক স্কুলের পরিচালক কাওসার আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, অটিস্টিক স্কুলে সহযোগিতা করা একটি বড় সামাজিক কাজ। তারাদেবী ফাউন্ডেশন সবসময় দেখি মানুষের কল্যাণে কাজ করছে, যা প্রশংসার দাবি রাখে। অনেক সময় আমি নিজেও অনেক সাহায্যপ্রার্থীকে এখানে পাঠাই। এভাবেই সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে।’

সভাপতির বক্তব্যে, তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমি আমার বাচ্চাকে কীভাবে দেখাশোনা করব, সেটা অভিভাবকের ওপর নির্ভর করে। এ স্কুলটির আমি খোঁজখবর রাখি। স্কুলটি চুয়াডাঙ্গা অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করছে। এ ধরনের উদ্যোগে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’