ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় সাবেক নৌ-মন্ত্রী শাহাজাহান খান এমপি

রুদ্র রাসেল:
  • আপলোড টাইম : ১০:৪৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • / ৫৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডার, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ও সাবেক জেলা ইউনিট কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা এ দেশের গর্বিত সন্তান। কোথাও কোনো মুক্তিযোদ্ধা অবহেলিত থাকবে না। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য প্রতিটি হাসপাতালে সরকারি ফান্ড দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত শয্যা সংখ্যা বাড়ানো হবে। যে সকল ডাক্তার মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধারা বিনা চিকিৎসায় পড়ে থাকবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাজাহান খান এমপি বলেন, দেশে পরিবহন ধর্মঘট চলছে না। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় মালিকেরা বাধ্য হয়ে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এটাকে পরিবহন ধর্মঘট বলা যাবে না। আমরা সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট কর্মসূচি দেয়নি। সড়কে পরিবহন মালিকরা গাড়ি নামাতে না চাইলে আমরা কী করব? চালকরাও অসহায়। দ্রুত সমস্যার সমাধান হোক এটাই আমরা চাই। আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে চাই সরকারকে। আগামীকাল রোববার (আজ) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সদর কার্যালয়ে এ সংক্রান্ত একটি বৈঠক হবে। বৈঠক থেকে সমস্যার সমাধান আসতে পারে।’

বীর মুক্তিযোদ্ধা বাবলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশেনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঢাকার সাংগঠনিক সম্পাদক এ.বি.এম সুলতান আহমেদ।

এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবারবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহাবুব হোসেন মেহেদী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, আকসেদ আলী, আনোয়ার ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলামসহ জেলার চার উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ।

এদিকে, সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান এমপির সঙ্গে সাক্ষাত করতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপস্থিত হন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ ও প্রবাসী কল্যান শাখা, ডিসি ইকো পার্ক এবং মিডিয়া সেল) হাবিবুর রহমান ও সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা, রেভিনিউ মুন্সিখানা এবং জেনারেল সার্টিফিকেট শাখা) জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ। এরপর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সকল শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় সাবেক নৌ-মন্ত্রী শাহাজাহান খান এমপি

আপলোড টাইম : ১০:৪৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডার, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ও সাবেক জেলা ইউনিট কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা এ দেশের গর্বিত সন্তান। কোথাও কোনো মুক্তিযোদ্ধা অবহেলিত থাকবে না। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য প্রতিটি হাসপাতালে সরকারি ফান্ড দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত শয্যা সংখ্যা বাড়ানো হবে। যে সকল ডাক্তার মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধারা বিনা চিকিৎসায় পড়ে থাকবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাজাহান খান এমপি বলেন, দেশে পরিবহন ধর্মঘট চলছে না। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় মালিকেরা বাধ্য হয়ে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এটাকে পরিবহন ধর্মঘট বলা যাবে না। আমরা সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট কর্মসূচি দেয়নি। সড়কে পরিবহন মালিকরা গাড়ি নামাতে না চাইলে আমরা কী করব? চালকরাও অসহায়। দ্রুত সমস্যার সমাধান হোক এটাই আমরা চাই। আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে চাই সরকারকে। আগামীকাল রোববার (আজ) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সদর কার্যালয়ে এ সংক্রান্ত একটি বৈঠক হবে। বৈঠক থেকে সমস্যার সমাধান আসতে পারে।’

বীর মুক্তিযোদ্ধা বাবলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশেনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঢাকার সাংগঠনিক সম্পাদক এ.বি.এম সুলতান আহমেদ।

এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবারবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহাবুব হোসেন মেহেদী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, আকসেদ আলী, আনোয়ার ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলামসহ জেলার চার উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ।

এদিকে, সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান এমপির সঙ্গে সাক্ষাত করতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপস্থিত হন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ ও প্রবাসী কল্যান শাখা, ডিসি ইকো পার্ক এবং মিডিয়া সেল) হাবিবুর রহমান ও সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা, রেভিনিউ মুন্সিখানা এবং জেনারেল সার্টিফিকেট শাখা) জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ। এরপর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সকল শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।