ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিষধর সাপের কামড়ে জিম খাতুন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে নানার বাড়িতে ঘুমন্ত অবস্থায় একটি সাপ তার পায়ে কামড় দেয়। সকাল পৌনে সাতটার দিকে পরিবারের সদস্যরা জিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় জিমের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাপসাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জিম চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জিমের পিতা আব্দুল কুদ্দুস কারাগারে থাকায় সে তার মায়ের সঙ্গে নানার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে বসবাস করছিল। গতকাল ভোর চারটার দিকে মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি সাপ জিমের পায়ে কামড় দেয়। সাপের বিষের প্রভাবে জ্বালা-যন্ত্রণা শুরু হলে সকাল পৌনে সাতটার দিকে পরিবারের সদস্যরা জিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে জিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী নেওয়ার পথে চুয়াডাঙ্গা পিটিআই মোড়ে পৌঁছালে তার মৃত্যু হয়। এসময় সেখান থেকেই পরিবারের সদস্যরা জিমের মরদেহ তার পিতার বাড়ি সরিষাডাঙ্গা গ্রামে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, সকালে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। তার শরীরে সাপের কামড়ের চিহ্ন ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে প্রতিষেধক অ্যান্টিভেনাম স্নেক ইনজেকশন দেওয়া হয়। তবে জিমের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপলোড টাইম : ০৯:০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিষধর সাপের কামড়ে জিম খাতুন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে নানার বাড়িতে ঘুমন্ত অবস্থায় একটি সাপ তার পায়ে কামড় দেয়। সকাল পৌনে সাতটার দিকে পরিবারের সদস্যরা জিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় জিমের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাপসাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জিম চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জিমের পিতা আব্দুল কুদ্দুস কারাগারে থাকায় সে তার মায়ের সঙ্গে নানার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে বসবাস করছিল। গতকাল ভোর চারটার দিকে মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি সাপ জিমের পায়ে কামড় দেয়। সাপের বিষের প্রভাবে জ্বালা-যন্ত্রণা শুরু হলে সকাল পৌনে সাতটার দিকে পরিবারের সদস্যরা জিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে জিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী নেওয়ার পথে চুয়াডাঙ্গা পিটিআই মোড়ে পৌঁছালে তার মৃত্যু হয়। এসময় সেখান থেকেই পরিবারের সদস্যরা জিমের মরদেহ তার পিতার বাড়ি সরিষাডাঙ্গা গ্রামে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, সকালে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। তার শরীরে সাপের কামড়ের চিহ্ন ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে প্রতিষেধক অ্যান্টিভেনাম স্নেক ইনজেকশন দেওয়া হয়। তবে জিমের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।