ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় ডিসি আমিনুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে পারলে প্রায় ২০টি রোগের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। সাবান দিয়ে দুই হাত ভালোভাবে কচলিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। ছয় ধাপে হাত ধোয়া সম্পন্ন করলে জীবাণুমুক্ত হওয়া যায়। এছাড়াও প্রত্যেক পরিবারে শিশুসন্তানদের ছোটবেলা থেকেই মল-মূত্র ত্যাগের পর ও খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে। অনেক বাঁচ্চার অকারণে আঙুল চোষা, এমনকি স্থান-কাল-বয়স-নির্বিশেষে অনেকেরই যখন-তখন চোখ, মুখ, কান, নাকে হাত দেওয়া ও ঘষা স্বভাবে পরিণত হয়েছে। এ বিষয়গুলো যেমন শিষ্টাচারবহির্ভূত, একই সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষার জন্যও হুমকিস্বরূপ। সাবান দিয়ে শুধু হাত ধুলেই চলবে না, এ ধরনের দৃষ্টিকটু বদ-অভ্যাস থেকেও সরে আসতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, ‘উন্মুক্ত প্রান্তর বা খোলা জায়গায় মলমূত্র ত্যাগ পরিহার, পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন ব্যবহারে উদ্বুদ্ধকরণের মাস এটি। যেখানে-সেখানে মলত্যাগ, টয়লেটের বর্জ্য পাইপের মাধ্যমে খাল-বিল, নদী-নালা, ডোবায় ফেলার অভ্যাস থেকে আমরা আরও আগেই সরে আসতে পেরেছি। এখন পল্লী অঞ্চলেও সব পরিবারে অন্তত একটি হলেও স্বাস্থ্যসম্মত টয়লেট পাওয়া যাবে। পুরো দেশই শতভাগ স্যানিটেশন কাভারেজের আওতায় এসে গেছে। এ ব্যাপারে আমরা প্রতিবেশী দেশগুলো অপেক্ষা অনেক বেশি এগিয়ে আছি। এটাকে ধরে রাখতে হবে, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাপারেও সচেতন হতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় ডিসি আমিনুল ইসলাম

আপলোড টাইম : ০৫:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে পারলে প্রায় ২০টি রোগের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। সাবান দিয়ে দুই হাত ভালোভাবে কচলিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। ছয় ধাপে হাত ধোয়া সম্পন্ন করলে জীবাণুমুক্ত হওয়া যায়। এছাড়াও প্রত্যেক পরিবারে শিশুসন্তানদের ছোটবেলা থেকেই মল-মূত্র ত্যাগের পর ও খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে। অনেক বাঁচ্চার অকারণে আঙুল চোষা, এমনকি স্থান-কাল-বয়স-নির্বিশেষে অনেকেরই যখন-তখন চোখ, মুখ, কান, নাকে হাত দেওয়া ও ঘষা স্বভাবে পরিণত হয়েছে। এ বিষয়গুলো যেমন শিষ্টাচারবহির্ভূত, একই সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষার জন্যও হুমকিস্বরূপ। সাবান দিয়ে শুধু হাত ধুলেই চলবে না, এ ধরনের দৃষ্টিকটু বদ-অভ্যাস থেকেও সরে আসতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, ‘উন্মুক্ত প্রান্তর বা খোলা জায়গায় মলমূত্র ত্যাগ পরিহার, পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন ব্যবহারে উদ্বুদ্ধকরণের মাস এটি। যেখানে-সেখানে মলত্যাগ, টয়লেটের বর্জ্য পাইপের মাধ্যমে খাল-বিল, নদী-নালা, ডোবায় ফেলার অভ্যাস থেকে আমরা আরও আগেই সরে আসতে পেরেছি। এখন পল্লী অঞ্চলেও সব পরিবারে অন্তত একটি হলেও স্বাস্থ্যসম্মত টয়লেট পাওয়া যাবে। পুরো দেশই শতভাগ স্যানিটেশন কাভারেজের আওতায় এসে গেছে। এ ব্যাপারে আমরা প্রতিবেশী দেশগুলো অপেক্ষা অনেক বেশি এগিয়ে আছি। এটাকে ধরে রাখতে হবে, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাপারেও সচেতন হতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন।