ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে ডিসি আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’ এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে চুয়াডাঙ্গা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং মা ছামিনা স্মৃতি অর্টিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যায়ের আয়োজনে গতকাল শনিবার শিশু একাডেমীর মুক্ত মঞ্চে আলোচনা সভা শেষে সাদাছড়ি ও হুইল চেয়ার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করলে হবে না। তারা আমাদেরই সন্তান, তাদেরকে সঠিকভাবে লালনপালন করলে তারাও একদিন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারবে। সৃষ্টিকর্তা একেক জনকে একেকভাবে পৃথিবীতে পাঠিয়ে পরীক্ষা করেন। সৃষ্টিকর্তা প্রতিবন্ধীদের প্রখর জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞানের আলোকে তারা তাদের মতো করে এগিয়ে যাচ্ছে।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, টিটিসি’র অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার ছানোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন সাংবাদিক শাহ আলম সনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার স্মৃতি অর্টিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, জামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) সাজিয়া আফরিন। আলোচনা সভা শেষে ২০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের মাঝে সাদাছড়ি ও ১ জনকে হুইল চেয়ার দেয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ১০:২৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’ এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে চুয়াডাঙ্গা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং মা ছামিনা স্মৃতি অর্টিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যায়ের আয়োজনে গতকাল শনিবার শিশু একাডেমীর মুক্ত মঞ্চে আলোচনা সভা শেষে সাদাছড়ি ও হুইল চেয়ার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করলে হবে না। তারা আমাদেরই সন্তান, তাদেরকে সঠিকভাবে লালনপালন করলে তারাও একদিন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারবে। সৃষ্টিকর্তা একেক জনকে একেকভাবে পৃথিবীতে পাঠিয়ে পরীক্ষা করেন। সৃষ্টিকর্তা প্রতিবন্ধীদের প্রখর জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞানের আলোকে তারা তাদের মতো করে এগিয়ে যাচ্ছে।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, টিটিসি’র অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার ছানোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন সাংবাদিক শাহ আলম সনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার স্মৃতি অর্টিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, জামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) সাজিয়া আফরিন। আলোচনা সভা শেষে ২০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের মাঝে সাদাছড়ি ও ১ জনকে হুইল চেয়ার দেয়া হয়।