ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের আলোচনা সভায় ডিসি আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, শিশুদের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের সকল পর্যায়ে আমরা কাজ করছি। ছেলে-মেয়ের বৈষম্য আগের মতো নেই। শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। সরকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিশুর অধিকারগুলো বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, প্রতিটি শিশুর বিকাশ নিশ্চিত করা এবং শিশুর প্রতি সহিংস আচরণ ও নির্যাতন বন্ধের ক্ষেত্রে পরিবার ও সমাজের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো শিশু যেন নির্যাতনের শিকার না হয়, সেদিকে সকলের নজর রাখা প্রয়োজন। সন্তান কোথায় যায়, কী করে, কার সাথে মেলামেশা করে, তা অভিভাবকদের নজরে রাখতে হবে।

চুয়াডাঙ্গা জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসীর পরিচালনা সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। পরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অপর দিকে, ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এনসিটিএফ চুয়াডাঙ্গার প্রায় ২৫ জন সদস্যের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা জামান চৌধুরী।

সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্য জাওয়াদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তাবাসসুম সুমাইয়া এবং শিশু সাংবাদিক মো. কামরুল ইসলাম অপু। মতবিনিময় সভাকে দুটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে শিশুদের নিকট থেকে তাদের শিশু অধিকার পরিস্থিতিবিষয়ক সমস্যা ও এর সমাধানকল্পে সুপারিশসমূহ তুলে ধরা হয়। আর দ্বিতীয় পর্বে শিশুদের উত্থাপিত সমস্যা সমাধানে উপস্থিত অতিথিবৃন্দ মূল্যবান ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভায় এনসিটিএফ সদস্যরা শিক্ষা, সুরক্ষা, বিনোদন ও স্বাস্থ্য এই চারটি বিষয়ের ওপর নিজেদের সমস্যা এবং সুপারিশ জেলা প্রশাসকের নিকট তুলে ধরেন।
সমাপনী বক্তব্য দেন এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আরিকা আহামেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সাদিক সৌরভ, সাংগঠনিক সম্পাদক তাবাসসুম সুমাইয়া, শিশু সংসদ সদস্য রাওনাক সামিয়া, শিশু সাংবাদিক মো. কামরুল ইসলাম অপু, শিশু গবেষক মুশফিকুর রহমান কনক, সদস্য জাওয়াদুল ইসলাম ও নাবিলা ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিটিএফ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কমিটির সভাপতি লামইয়া তাসফিয়া রজনী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকা ইয়ানা, সাংগঠনিক সম্পাদক তাহসিন জান্নাত মাওয়া, সদস্য আল মারজিয়া ফেরদৌস এবং সাধারণ সদস্য আলভী তাসনীম লাবণ্য, রাইসুল ইসলাম, মঈন আশরাফ অনিক, মো. মাসুদ মৃধা, ওমায়ের হাসান, মোস্তফা হোসেন তোহা, শাহারার মুস্তাকুর প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের আলোচনা সভায় ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ০৮:৩৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, শিশুদের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের সকল পর্যায়ে আমরা কাজ করছি। ছেলে-মেয়ের বৈষম্য আগের মতো নেই। শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। সরকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিশুর অধিকারগুলো বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, প্রতিটি শিশুর বিকাশ নিশ্চিত করা এবং শিশুর প্রতি সহিংস আচরণ ও নির্যাতন বন্ধের ক্ষেত্রে পরিবার ও সমাজের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো শিশু যেন নির্যাতনের শিকার না হয়, সেদিকে সকলের নজর রাখা প্রয়োজন। সন্তান কোথায় যায়, কী করে, কার সাথে মেলামেশা করে, তা অভিভাবকদের নজরে রাখতে হবে।

চুয়াডাঙ্গা জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসীর পরিচালনা সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। পরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অপর দিকে, ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এনসিটিএফ চুয়াডাঙ্গার প্রায় ২৫ জন সদস্যের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা জামান চৌধুরী।

সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্য জাওয়াদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তাবাসসুম সুমাইয়া এবং শিশু সাংবাদিক মো. কামরুল ইসলাম অপু। মতবিনিময় সভাকে দুটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে শিশুদের নিকট থেকে তাদের শিশু অধিকার পরিস্থিতিবিষয়ক সমস্যা ও এর সমাধানকল্পে সুপারিশসমূহ তুলে ধরা হয়। আর দ্বিতীয় পর্বে শিশুদের উত্থাপিত সমস্যা সমাধানে উপস্থিত অতিথিবৃন্দ মূল্যবান ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভায় এনসিটিএফ সদস্যরা শিক্ষা, সুরক্ষা, বিনোদন ও স্বাস্থ্য এই চারটি বিষয়ের ওপর নিজেদের সমস্যা এবং সুপারিশ জেলা প্রশাসকের নিকট তুলে ধরেন।
সমাপনী বক্তব্য দেন এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আরিকা আহামেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সাদিক সৌরভ, সাংগঠনিক সম্পাদক তাবাসসুম সুমাইয়া, শিশু সংসদ সদস্য রাওনাক সামিয়া, শিশু সাংবাদিক মো. কামরুল ইসলাম অপু, শিশু গবেষক মুশফিকুর রহমান কনক, সদস্য জাওয়াদুল ইসলাম ও নাবিলা ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিটিএফ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কমিটির সভাপতি লামইয়া তাসফিয়া রজনী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকা ইয়ানা, সাংগঠনিক সম্পাদক তাহসিন জান্নাত মাওয়া, সদস্য আল মারজিয়া ফেরদৌস এবং সাধারণ সদস্য আলভী তাসনীম লাবণ্য, রাইসুল ইসলাম, মঈন আশরাফ অনিক, মো. মাসুদ মৃধা, ওমায়ের হাসান, মোস্তফা হোসেন তোহা, শাহারার মুস্তাকুর প্রমুখ।