ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও পরোক্ষভাবে হত্যার হুমকির অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সারাদেশে ন্যায় বিকেল চারটায় চুয়াডাঙ্গা শহরের পুরাতন সাহিত্য পরিষদ মাঠে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘শেখ হাসিনা আপনি প্রশাসনকে ব্যবহার করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থেকে ধরাকে সরা জ্ঞান করছেন। আপনার পরিবারের দুর্নীতি এখন ‘টক অব দ্য ওয়ার্ল্ড’। আওয়ামী লীগ তাদের সীমাহীন ব্যর্থতা ঢাকতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলেন আমাদের মাতৃতূল্য নেত্রী, তাই আমাদের আবেগ নিয়ে খেলবেন না। বেগম খালেদা জিয়া হলেন এ দেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তী। অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধরেছি, আর নয়। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে।’

জেলা বিএনপির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলুর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য রউফুন নাহার রিনা, সিরাজুল ইসলাম মনি, আব্দুল জব্বার বাবলু, আবু বক্কর সিদ্দিক আবু, আজিজুর রহমান পিন্টু, নজরুল ইসলাম, মনিরুজ্জামান লিপ্টন, সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন, নূর নবী সামদানী, আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট শাহজাহান মুকুল, জেলা বিএনপি নেতা মাহমুদুল হক পল্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এর আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আনোয়ার হোসেন।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সিনিয়র সহসভাপতি কাউন্সিলর শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভিন, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান জোয়ার্দ্দার সোনা, তারিকুল আলম জোয়ার্দ্দার বিলু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলাধীন ইউনিয়ন সমূহের সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা পৌরসভাধীন ওয়ার্ড সমূহের সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ উল্লেখযোগ্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ

আপলোড টাইম : ০৮:০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও পরোক্ষভাবে হত্যার হুমকির অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সারাদেশে ন্যায় বিকেল চারটায় চুয়াডাঙ্গা শহরের পুরাতন সাহিত্য পরিষদ মাঠে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘শেখ হাসিনা আপনি প্রশাসনকে ব্যবহার করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থেকে ধরাকে সরা জ্ঞান করছেন। আপনার পরিবারের দুর্নীতি এখন ‘টক অব দ্য ওয়ার্ল্ড’। আওয়ামী লীগ তাদের সীমাহীন ব্যর্থতা ঢাকতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলেন আমাদের মাতৃতূল্য নেত্রী, তাই আমাদের আবেগ নিয়ে খেলবেন না। বেগম খালেদা জিয়া হলেন এ দেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তী। অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধরেছি, আর নয়। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে।’

জেলা বিএনপির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলুর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য রউফুন নাহার রিনা, সিরাজুল ইসলাম মনি, আব্দুল জব্বার বাবলু, আবু বক্কর সিদ্দিক আবু, আজিজুর রহমান পিন্টু, নজরুল ইসলাম, মনিরুজ্জামান লিপ্টন, সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন, নূর নবী সামদানী, আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট শাহজাহান মুকুল, জেলা বিএনপি নেতা মাহমুদুল হক পল্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এর আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আনোয়ার হোসেন।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সিনিয়র সহসভাপতি কাউন্সিলর শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভিন, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান জোয়ার্দ্দার সোনা, তারিকুল আলম জোয়ার্দ্দার বিলু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলাধীন ইউনিয়ন সমূহের সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা পৌরসভাধীন ওয়ার্ড সমূহের সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ উল্লেখযোগ্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।