ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় প্রাইভেটকারযোগে ছাগল চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রাইভেটকারে করে ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয়দের প্রতিরোধে প্রাইভেটকার ও ছাগল রেখে পালিয়েছে চোরচক্র। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও ছাগলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতেই ছাগলের মালিক বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ-মানিকদিহি এলাকা থেকে একটি ছাগল চুরি করে প্রাইভেটে করে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে একদল চোরচক্র। প্রাইভেটকারের মধ্যে ছাগল দেখতে পেয়ে জাফরপুর গ্রামের স্থানীয় লোকজন প্রাইভেটকারটি আটক করে। এসময় প্রাইভেটকারের চালকসহ আরও কয়েকজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকার ও ছাগলটি থানা হেফাজতে নেয়। আটককৃত প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-খ-১১-৩৯৫৮। এ ঘটনায় রাতেই ছাগলের মালিক ডিঙ্গেদহ-মানিকদিহি পাড়ার মজিবর রহমানের ছেলে রাসেল হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, প্রাইভেটকারের মালিকসহ চোর চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় প্রাইভেটকারযোগে ছাগল চুরি

আপলোড টাইম : ০৮:৩৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রাইভেটকারে করে ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয়দের প্রতিরোধে প্রাইভেটকার ও ছাগল রেখে পালিয়েছে চোরচক্র। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও ছাগলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতেই ছাগলের মালিক বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ-মানিকদিহি এলাকা থেকে একটি ছাগল চুরি করে প্রাইভেটে করে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে একদল চোরচক্র। প্রাইভেটকারের মধ্যে ছাগল দেখতে পেয়ে জাফরপুর গ্রামের স্থানীয় লোকজন প্রাইভেটকারটি আটক করে। এসময় প্রাইভেটকারের চালকসহ আরও কয়েকজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকার ও ছাগলটি থানা হেফাজতে নেয়। আটককৃত প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-খ-১১-৩৯৫৮। এ ঘটনায় রাতেই ছাগলের মালিক ডিঙ্গেদহ-মানিকদিহি পাড়ার মজিবর রহমানের ছেলে রাসেল হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, প্রাইভেটকারের মালিকসহ চোর চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।