ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ আটক দুজনের ৬ মাসের জেল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ আটক দুইজনকে ৬ মাসের জেল দিয়েছেন মোবাইল কোর্ট। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরতলীর দৌলতদিয়াড় চুনুরিপাড়া থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় চুনুরিপাড়ার মৃত বাদল সরকারের ছেলে প্রসাদ সরকার (৪০) ও একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে টোকন (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ জানতে পারে অবৈধ মাদকদ্রব্যসহ দুজন ব্যক্তি দৌলতদিয়াড় চুনুরি পাড়াতে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লা ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদেরকে আটক করেন। এসময় আটককৃতদের শরীর তল্লাশী চালিয়ে ৮ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনার পরেই মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার দু’জনকে ছয়মাসে জেল দেন আদালত। মোবাইল কোর্টটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ আটক দুজনের ৬ মাসের জেল

আপলোড টাইম : ১০:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ আটক দুইজনকে ৬ মাসের জেল দিয়েছেন মোবাইল কোর্ট। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরতলীর দৌলতদিয়াড় চুনুরিপাড়া থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় চুনুরিপাড়ার মৃত বাদল সরকারের ছেলে প্রসাদ সরকার (৪০) ও একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে টোকন (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ জানতে পারে অবৈধ মাদকদ্রব্যসহ দুজন ব্যক্তি দৌলতদিয়াড় চুনুরি পাড়াতে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লা ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদেরকে আটক করেন। এসময় আটককৃতদের শরীর তল্লাশী চালিয়ে ৮ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনার পরেই মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার দু’জনকে ছয়মাসে জেল দেন আদালত। মোবাইল কোর্টটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া।