ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় পৌর বিএনপির বর্ধিতসভায় সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৌর বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাতী দল বিএনপির চুয়াডাঙ্গা পৌর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির অহ্বায়ক কমিটির সদস্য সচিব ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ। এছাড়া বর্ধিতসভায় বিশেষ অতিথি ছিলেন একই কমিটির সদস্য রাফিতুল্লাহ মহলদার, ছালমা জাহান পারুলা, রউফুন নাহার রিনা, আবু বক্কর সিদ্দিক আবু, নজরুল ইসলাম, মনিরুজ্জামান লিপ্টন ও মাহামুদুল হাসান পল্টু।
জেলা বিএনপির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপ্লুর সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. মারুফ সারোয়ার বাবু, অ্যাড. মানি খন্দকার, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক বকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগঠণিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, পৌরসভার মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরজ আলী, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমরান মহলদার রিণ্টু প্রমুখ।
বেলা ৩টায় শুরু হওয়া বর্ধিত সভা রাত পর্যন্ত চলে। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বপালনে আমি সবার সহযোগিতা চাই। আমি বিএনপির তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের সহায়তায় এ জেলায় একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত দল উপহার দেব, ইনশা-আল্লাহ। কারণ তৃণমূল পর্যায় থেকে সকলে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে কাজ করলে চুয়াডাঙ্গা জেলা বিএনপিকে ঢেলে সাজানো সহজ ও সম্ভব হবে। নিজের পছন্দের ব্যক্তিকে দলে অগ্রাধিকার দিয়ে দলকে কলুষিত করা যাবে না। দলে নিজের ব্যক্তিগত কোনো লোক থাকবে না। সবাই দলের যোগ্য হয়েই পদ-পদবী নিবেন। তাই তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্য ব্যক্তিকেই পদ-পদবী দেওয়া হবে। যার যোগ্যতা যতটুকু, তাকে ততটুকু সম্মান ও মর্যাদা দিয়ে দলে অর্ন্তভুক্ত করতে চাই। আমি আবারও বলছি, আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাকে সহযোগিতা করলে আমি আপনাদেরকে একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত বিএনপি উপহার দেব, ইনশা-আল্লাহ।
বধিত সভায় আরো বক্তব্য দেন, বিএনপি নেতা আরশেদ আলী কালু, শহর আলী, হাফিজুর রহমান মুক্ত, নুর আব্বাস, আনিছুর রহমান বিশু, ইয়াসিন হাসান কাকন, বদর উদ্দীন বাদল, আবুল হোসেন, শেখ মিনহাজ উদ্দীন, ফারুক হোসেন, স্বপন জোয়ার্দ্দার, আব্দুস সালাম, হাসান মালিক, মিজানুর রহমান লাল ও মিন্টু রহমান। এছাড়া চুয়াডাঙ্গা পৌর শাখার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পৌর বিএনপির বর্ধিতসভায় সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ

আপলোড টাইম : ০৭:৩৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২


নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৌর বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাতী দল বিএনপির চুয়াডাঙ্গা পৌর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির অহ্বায়ক কমিটির সদস্য সচিব ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ। এছাড়া বর্ধিতসভায় বিশেষ অতিথি ছিলেন একই কমিটির সদস্য রাফিতুল্লাহ মহলদার, ছালমা জাহান পারুলা, রউফুন নাহার রিনা, আবু বক্কর সিদ্দিক আবু, নজরুল ইসলাম, মনিরুজ্জামান লিপ্টন ও মাহামুদুল হাসান পল্টু।
জেলা বিএনপির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপ্লুর সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. মারুফ সারোয়ার বাবু, অ্যাড. মানি খন্দকার, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক বকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগঠণিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, পৌরসভার মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরজ আলী, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমরান মহলদার রিণ্টু প্রমুখ।
বেলা ৩টায় শুরু হওয়া বর্ধিত সভা রাত পর্যন্ত চলে। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বপালনে আমি সবার সহযোগিতা চাই। আমি বিএনপির তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের সহায়তায় এ জেলায় একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত দল উপহার দেব, ইনশা-আল্লাহ। কারণ তৃণমূল পর্যায় থেকে সকলে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে কাজ করলে চুয়াডাঙ্গা জেলা বিএনপিকে ঢেলে সাজানো সহজ ও সম্ভব হবে। নিজের পছন্দের ব্যক্তিকে দলে অগ্রাধিকার দিয়ে দলকে কলুষিত করা যাবে না। দলে নিজের ব্যক্তিগত কোনো লোক থাকবে না। সবাই দলের যোগ্য হয়েই পদ-পদবী নিবেন। তাই তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্য ব্যক্তিকেই পদ-পদবী দেওয়া হবে। যার যোগ্যতা যতটুকু, তাকে ততটুকু সম্মান ও মর্যাদা দিয়ে দলে অর্ন্তভুক্ত করতে চাই। আমি আবারও বলছি, আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাকে সহযোগিতা করলে আমি আপনাদেরকে একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত বিএনপি উপহার দেব, ইনশা-আল্লাহ।
বধিত সভায় আরো বক্তব্য দেন, বিএনপি নেতা আরশেদ আলী কালু, শহর আলী, হাফিজুর রহমান মুক্ত, নুর আব্বাস, আনিছুর রহমান বিশু, ইয়াসিন হাসান কাকন, বদর উদ্দীন বাদল, আবুল হোসেন, শেখ মিনহাজ উদ্দীন, ফারুক হোসেন, স্বপন জোয়ার্দ্দার, আব্দুস সালাম, হাসান মালিক, মিজানুর রহমান লাল ও মিন্টু রহমান। এছাড়া চুয়াডাঙ্গা পৌর শাখার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।