ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় পাঁচ রেলওয়ে শ্রমিককে প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মেট, কিম্যান, ওয়েম্যানসহ পাঁচ রেলওয়ে শ্রমিককে প্রত্যাহারের প্রতিবাদে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের ওপরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কর্মরত রেলওয়ে কর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রেলওয়ে শ্রমিক নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় রেলওয়ের পাঁচ শ্রমিককে আবার পুনঃবহাল না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনের নেতা-কর্মীরা।

এর আগে গত ৯ জুন দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশনের অদূরে লাল ব্রিজের ওপর রেললাইন সংস্কারের কাজ করছিলেন ৩৫ জন রেল শ্রমিক। এসময় সংকেত অমান্য করে দর্শনা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন লাল ব্রিজের ওপর উঠে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকরা কেউ নিচে পানিতে লাফ দেয়, কেউ ট্রেনে ঝাঁপিয়ে পড়ে। পরে মালবাহী ট্রেনটি থামলে চালক ও সহকারীকে বেধড়ক মারধর করেন শ্রমিকরা। এর প্রতিবাদে মালবাহী ট্রেন লাইনে থামিয়ে রাখেন চালক। পরে রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যস্থতায় ৮ ঘণ্টা পর সেই মালবাহী ট্রেন চালু হয়। একইসাথে ট্রেন চালক মারধরের ঘটনায় প্রত্যাহার করা হয় রেলের পাঁচ শ্রমিককে।

আন্দোলনে অংশ নেওয়া রেলওয়ে শ্রমিক নেতারা জানান, রেল লাইনের সংস্কার কাজ করতে গিয়ে অল্পের জন্য প্রাণ রক্ষা পায়। আবার সেই শ্রমিকদেরই প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্ত মানা যায় না। ওই পাঁচ শ্রমিককে আবার পুনঃবহাল করতে হবে, নয়তো আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পাঁচ রেলওয়ে শ্রমিককে প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

আপলোড টাইম : ০৭:৪৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মেট, কিম্যান, ওয়েম্যানসহ পাঁচ রেলওয়ে শ্রমিককে প্রত্যাহারের প্রতিবাদে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের ওপরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কর্মরত রেলওয়ে কর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রেলওয়ে শ্রমিক নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় রেলওয়ের পাঁচ শ্রমিককে আবার পুনঃবহাল না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনের নেতা-কর্মীরা।

এর আগে গত ৯ জুন দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশনের অদূরে লাল ব্রিজের ওপর রেললাইন সংস্কারের কাজ করছিলেন ৩৫ জন রেল শ্রমিক। এসময় সংকেত অমান্য করে দর্শনা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন লাল ব্রিজের ওপর উঠে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকরা কেউ নিচে পানিতে লাফ দেয়, কেউ ট্রেনে ঝাঁপিয়ে পড়ে। পরে মালবাহী ট্রেনটি থামলে চালক ও সহকারীকে বেধড়ক মারধর করেন শ্রমিকরা। এর প্রতিবাদে মালবাহী ট্রেন লাইনে থামিয়ে রাখেন চালক। পরে রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যস্থতায় ৮ ঘণ্টা পর সেই মালবাহী ট্রেন চালু হয়। একইসাথে ট্রেন চালক মারধরের ঘটনায় প্রত্যাহার করা হয় রেলের পাঁচ শ্রমিককে।

আন্দোলনে অংশ নেওয়া রেলওয়ে শ্রমিক নেতারা জানান, রেল লাইনের সংস্কার কাজ করতে গিয়ে অল্পের জন্য প্রাণ রক্ষা পায়। আবার সেই শ্রমিকদেরই প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্ত মানা যায় না। ওই পাঁচ শ্রমিককে আবার পুনঃবহাল করতে হবে, নয়তো আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হতে হবে।