ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন আজ শুরু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

যতদিন বেঁচে আছি, চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করবো : সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা

সমীকরণ প্রতিবেদক:
বিশ্ব জগত সংসারের কল্যাণার্থে ও সকল রকম সাম্প্রদায়িকতার ঊর্দ্ধে অসম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন। আজ রোববার বিকেল পাঁচটা থেকে শ্যামবাবার কীর্তন দিয়ে এবারের কার্যক্রম শুরু হবে। এই কীর্তন চলবে রাত ১০টা পর্যন্ত। পরে রাত ১০টায় শহরের পান্না সিনেমা হলের সবুজ প্রাঙ্গনে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে এ নামযজ্ঞের আনুষ্ঠানিক সূচনা শুরু হবে। স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা, স্বর্গীয় পান্না দেবী ও স্বর্গীয় তারা দেবীর স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় শুরু হওয়া এই মহানামযজ্ঞ চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। ভোগ আরতি ও প্রসাদ বিতরণসহ অষ্টকালীন লীলা কীর্তনের মধ্যদিয়ে শেষ হবে এবারের নামযজ্ঞ। ইতিমধ্যে নামযজ্ঞকে ঘিরে গোটা এলাকা সাজানো হয়েছে মনমুগ্ধকরভাবে। নানা রঙের আলোক সজ্জায় গোটা সিনেমা হল চত্বর হয়ে উঠেছে প্রাণবন্ত। আর যজ্ঞস্থল ঘিরে বিভিন্ন পণ্যের দোকানও বসতে শুরু করেছে। এছাড়া এই যজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভক্তনুরাগী আসতে শুরু করায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।

চুয়াডাঙ্গার আগরওয়ালা পরিবারগুলোর পক্ষে মহানামযজ্ঞানুষ্ঠানটি সার্বিক পরিচালনা করছেন পবিত্র কুমার আগরওয়ালা ও নিরঞ্জন কুমার আগরওয়ালা। এই মহানামযজ্ঞের আয়োজক বাবু দিলীপ কুমার আগরওয়ালাসহ তার পরিবারবর্গ উপস্থিত থাকবেন। এবারের অনুষ্ঠানে ভক্তবৃন্দের মাঝে ভগবানের নামকীর্তন পরিবেশন করবে ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ১০টি সম্প্রদায়।

এই মহানামযজ্ঞের আয়োজক বাবু দিলীপ কুমার আগরওয়ালাসহ তার সহধর্মিনী সবিতা আগরওয়ালা, বাবা অমিয় প্রসাদ আগরওয়ালা, ছোট ভাই পিন্টু আগরওয়ালা ও তার স্ত্রী রেশমী আগরওয়ালা এবং আগরওয়ালা পরিবারের সকলে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনাসহ অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশেষ প্রার্থনায় মত্ত থাকবেন। এছাড়া এবারের মহানামযজ্ঞে আয়োজক বাবু দিলীপ কুমার আগরওয়ালার মা তারা দেবীর আত্মার শান্তি কামনায়ও হবে বিশেষ প্রার্থনা।

বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য, তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গার কৃতি সন্তান সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উক্তি আমি ধারণ করি। আর তাই তো দলমত-ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষ প্রতিবারই আমার এই যজ্ঞে আসেন। এবারও আসবে বলে আমি বিশ্বাস করি। আমি যেমন চুয়াডাঙ্গাকে ভালোবাসি, ঠিক তেমনী চুয়াডাঙ্গা জেলাবাসী আমার সকল সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে চলেছে। এজন্যই আমি সাধারণ মানুষের কথা ভেবে সর্বদা চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাসহ এই জেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি। যতদিন বেঁচে থাকবো চুয়াডাঙ্গার মানুষের কল্যাণেই কাজ করে যাবো। আমি অন্যবারের মতো এবারে সকল ভক্তবৃন্দ যাতে সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারে সেজন্য সকল স্বেচ্ছাসেবকদেরকে সচেতন করে দিয়েছি।

দলমত ও ধর্ম নির্বিশেষে অনুষ্ঠানটি সার্থক করে তোলার জন্য সকল স্তরের মানুষের কাছে সহযোগিতার আহ্বানসহ মহানামযজ্ঞে এ জেলার সকল পর্যায়ের মানুষদের আমন্ত্রণ জানিয়ে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা আরো বলেন, ‘এই ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন সফল করতে এবং যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা পুলিশ থাকবে। এছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো আয়োজন মনিটরিং করা হবে। আর আমার স্পেশাল সিকিউরিটি ফোর্সও যজ্ঞস্থলে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের কাজ ইতিমধ্যে শুরু করেছে। অনুষ্ঠান সফল করতে এখন শুধু সবার সহযোগিতা আমার কাম্য।’

ছবির ক্যাপশন-১: বাবু দিলীপ কুমারসহ আগরওয়ালা পরিবারের ফাইল ছবি

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন আজ শুরু

আপলোড টাইম : ০৬:১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

যতদিন বেঁচে আছি, চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করবো : সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা

সমীকরণ প্রতিবেদক:
বিশ্ব জগত সংসারের কল্যাণার্থে ও সকল রকম সাম্প্রদায়িকতার ঊর্দ্ধে অসম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন। আজ রোববার বিকেল পাঁচটা থেকে শ্যামবাবার কীর্তন দিয়ে এবারের কার্যক্রম শুরু হবে। এই কীর্তন চলবে রাত ১০টা পর্যন্ত। পরে রাত ১০টায় শহরের পান্না সিনেমা হলের সবুজ প্রাঙ্গনে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে এ নামযজ্ঞের আনুষ্ঠানিক সূচনা শুরু হবে। স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা, স্বর্গীয় পান্না দেবী ও স্বর্গীয় তারা দেবীর স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় শুরু হওয়া এই মহানামযজ্ঞ চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। ভোগ আরতি ও প্রসাদ বিতরণসহ অষ্টকালীন লীলা কীর্তনের মধ্যদিয়ে শেষ হবে এবারের নামযজ্ঞ। ইতিমধ্যে নামযজ্ঞকে ঘিরে গোটা এলাকা সাজানো হয়েছে মনমুগ্ধকরভাবে। নানা রঙের আলোক সজ্জায় গোটা সিনেমা হল চত্বর হয়ে উঠেছে প্রাণবন্ত। আর যজ্ঞস্থল ঘিরে বিভিন্ন পণ্যের দোকানও বসতে শুরু করেছে। এছাড়া এই যজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভক্তনুরাগী আসতে শুরু করায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।

চুয়াডাঙ্গার আগরওয়ালা পরিবারগুলোর পক্ষে মহানামযজ্ঞানুষ্ঠানটি সার্বিক পরিচালনা করছেন পবিত্র কুমার আগরওয়ালা ও নিরঞ্জন কুমার আগরওয়ালা। এই মহানামযজ্ঞের আয়োজক বাবু দিলীপ কুমার আগরওয়ালাসহ তার পরিবারবর্গ উপস্থিত থাকবেন। এবারের অনুষ্ঠানে ভক্তবৃন্দের মাঝে ভগবানের নামকীর্তন পরিবেশন করবে ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ১০টি সম্প্রদায়।

এই মহানামযজ্ঞের আয়োজক বাবু দিলীপ কুমার আগরওয়ালাসহ তার সহধর্মিনী সবিতা আগরওয়ালা, বাবা অমিয় প্রসাদ আগরওয়ালা, ছোট ভাই পিন্টু আগরওয়ালা ও তার স্ত্রী রেশমী আগরওয়ালা এবং আগরওয়ালা পরিবারের সকলে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনাসহ অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশেষ প্রার্থনায় মত্ত থাকবেন। এছাড়া এবারের মহানামযজ্ঞে আয়োজক বাবু দিলীপ কুমার আগরওয়ালার মা তারা দেবীর আত্মার শান্তি কামনায়ও হবে বিশেষ প্রার্থনা।

বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য, তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গার কৃতি সন্তান সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উক্তি আমি ধারণ করি। আর তাই তো দলমত-ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষ প্রতিবারই আমার এই যজ্ঞে আসেন। এবারও আসবে বলে আমি বিশ্বাস করি। আমি যেমন চুয়াডাঙ্গাকে ভালোবাসি, ঠিক তেমনী চুয়াডাঙ্গা জেলাবাসী আমার সকল সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে চলেছে। এজন্যই আমি সাধারণ মানুষের কথা ভেবে সর্বদা চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাসহ এই জেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি। যতদিন বেঁচে থাকবো চুয়াডাঙ্গার মানুষের কল্যাণেই কাজ করে যাবো। আমি অন্যবারের মতো এবারে সকল ভক্তবৃন্দ যাতে সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারে সেজন্য সকল স্বেচ্ছাসেবকদেরকে সচেতন করে দিয়েছি।

দলমত ও ধর্ম নির্বিশেষে অনুষ্ঠানটি সার্থক করে তোলার জন্য সকল স্তরের মানুষের কাছে সহযোগিতার আহ্বানসহ মহানামযজ্ঞে এ জেলার সকল পর্যায়ের মানুষদের আমন্ত্রণ জানিয়ে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা আরো বলেন, ‘এই ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন সফল করতে এবং যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা পুলিশ থাকবে। এছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো আয়োজন মনিটরিং করা হবে। আর আমার স্পেশাল সিকিউরিটি ফোর্সও যজ্ঞস্থলে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের কাজ ইতিমধ্যে শুরু করেছে। অনুষ্ঠান সফল করতে এখন শুধু সবার সহযোগিতা আমার কাম্য।’

ছবির ক্যাপশন-১: বাবু দিলীপ কুমারসহ আগরওয়ালা পরিবারের ফাইল ছবি