ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেলা সাড়ে ১১টায় চুয়াড়াঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এ কে এম শাহীন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর জান্নাত আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই দিনে আরবের মরুর প্রান্তরে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.)। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মহামানব হযরত মুহম্মদ (সা.) এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) শেষ নবী। তাই তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন। মুসলমানরা প্রতিবছরই দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা কোর্ট মসজিদের ইমাম ও খতিব মুফতি রুহুল আমিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আমির হোসেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ শিহাব উদ্দীন। এছাড়াও জেলার ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

আপলোড টাইম : ০৮:৩০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেলা সাড়ে ১১টায় চুয়াড়াঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এ কে এম শাহীন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর জান্নাত আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই দিনে আরবের মরুর প্রান্তরে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.)। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মহামানব হযরত মুহম্মদ (সা.) এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) শেষ নবী। তাই তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন। মুসলমানরা প্রতিবছরই দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা কোর্ট মসজিদের ইমাম ও খতিব মুফতি রুহুল আমিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আমির হোসেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ শিহাব উদ্দীন। এছাড়াও জেলার ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।