ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় নারীসহ সাত ডেঙ্গু রোগী শনাক্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২২:২০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • / ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ঢাকা ফেরত ৬ জনসহ ৭জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রথম একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। গতকাল মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭ জন সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে নারীসহ তিনজনের ছুটি হয়েছে, আর বাকি চারজন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালের মেডিসিন বিভাগে আলাদা ডেঙ্গু জোন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদি গ্রামের পূর্বপাড়ার মৃত কাতব আলীর ছেলে আব্দুল হামিদ (৩৮), সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩০), চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আনোয়ারপুর গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী শিউলী খাতুন (৫৫) ও চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ার শাহ্ নেওয়াজের ছেলে অ্যাড. শাহরিয়ার নেওয়াজ অভি (৩২)।

জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর প্রথম ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কলেজছাত্র চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। ঢাকাতে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। সেদিনই তিনি বাড়িতে ফিড়ে আসেন ও সদর হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত থেকে সুস্থ হলে হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। এছাড়াও গত ১৪ সেপ্টেম্বর ভর্তি হয়ে গতকাল মঙ্গলবার তোতা কাজীসহ দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিউলী বেগমের পরিবারের সদস্যরা জানান, নিজ বাড়িতে অবস্থানকালেই তিনি জ্বরে আক্রান্ত হন। স্থানীয় ফার্মেসি থেকে তিন দিন ওষুধ খাওয়ার পরেও জ্বর না কমায় তিনি ডেঙ্গু পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হলে গত শুক্রবার পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতাউর রহমান জানান, চলতি মাসে ঢাকা ফেরত ছয়জনসহ মোট সাতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে আজ দুজনসহ মোট তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য একটি আলাদা জোন করা হয়েছে। মশারির মধ্যে রেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হোসেন জানান, প্রতিবছর বর্ষা মৌসুম ঢাকার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু সংক্রমণ ছড়ায়। চুয়াডাঙ্গায় সংক্রমণ না ছড়ালেও ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসে ৭ জন সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে রোগীদের জন্য আলাদা ডেঙ্গু জোন করা হয়েছে। তিনি আরও বলেন, ডেঙ্গুর সংক্রমণ রোধে আক্রান্ত রোগীদের মশারির ভেতর রাখতে হবে। প্রত্যেকের বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির পরিত্যক্ত পাত্রে বা টবে পানি জমতে দেওয়া যাবে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় নারীসহ সাত ডেঙ্গু রোগী শনাক্ত

আপলোড টাইম : ১২:২২:২০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ঢাকা ফেরত ৬ জনসহ ৭জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রথম একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। গতকাল মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭ জন সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে নারীসহ তিনজনের ছুটি হয়েছে, আর বাকি চারজন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালের মেডিসিন বিভাগে আলাদা ডেঙ্গু জোন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদি গ্রামের পূর্বপাড়ার মৃত কাতব আলীর ছেলে আব্দুল হামিদ (৩৮), সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩০), চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আনোয়ারপুর গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী শিউলী খাতুন (৫৫) ও চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ার শাহ্ নেওয়াজের ছেলে অ্যাড. শাহরিয়ার নেওয়াজ অভি (৩২)।

জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর প্রথম ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কলেজছাত্র চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। ঢাকাতে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। সেদিনই তিনি বাড়িতে ফিড়ে আসেন ও সদর হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত থেকে সুস্থ হলে হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। এছাড়াও গত ১৪ সেপ্টেম্বর ভর্তি হয়ে গতকাল মঙ্গলবার তোতা কাজীসহ দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিউলী বেগমের পরিবারের সদস্যরা জানান, নিজ বাড়িতে অবস্থানকালেই তিনি জ্বরে আক্রান্ত হন। স্থানীয় ফার্মেসি থেকে তিন দিন ওষুধ খাওয়ার পরেও জ্বর না কমায় তিনি ডেঙ্গু পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হলে গত শুক্রবার পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতাউর রহমান জানান, চলতি মাসে ঢাকা ফেরত ছয়জনসহ মোট সাতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে আজ দুজনসহ মোট তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য একটি আলাদা জোন করা হয়েছে। মশারির মধ্যে রেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হোসেন জানান, প্রতিবছর বর্ষা মৌসুম ঢাকার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু সংক্রমণ ছড়ায়। চুয়াডাঙ্গায় সংক্রমণ না ছড়ালেও ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসে ৭ জন সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে রোগীদের জন্য আলাদা ডেঙ্গু জোন করা হয়েছে। তিনি আরও বলেন, ডেঙ্গুর সংক্রমণ রোধে আক্রান্ত রোগীদের মশারির ভেতর রাখতে হবে। প্রত্যেকের বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির পরিত্যক্ত পাত্রে বা টবে পানি জমতে দেওয়া যাবে না।