ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের বরণকালে ডিসি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের বরণ ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সস্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে বেশ পরিশ্রম করতে হয়েছে। মিনিস্ট্রির বাধ্যবাধকতাও ছিল। নিয়োগ প্রক্রিয়াটি ডিফিকাল্ট ছিল। সকল নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা মাইকিং করেছি, কোনো ধরনের আর্থিক লেনদেন যাতে না হয়। আমরা চেষ্টা করেছি, যাঁরা মেধাবী তারাই যেন চাকরি পায়। আমাদের উদ্দেশ্যে আমরা সফল হয়েছি। স্বচ্ছতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে। সকলেই মেধাবী। আমাদের সাথে প্রশাসনসহ যাঁরা কাজ করেছেন, সকলেই পরিশ্রম করেছেন।’ তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনায় কর্মকর্তা-কর্মচারীর সংকটে কাজ করতে সমস্যা হচ্ছিল। এবার কাজের গতি আরও বাড়বে। আপনারা ভালোভাবে কাজ করলে, আমাদের পরিশ্রম সার্থক হবে। আপনাদের কাছে আমাদের পাওয়ার আশা বেশি। সময়মতো অফিস করবেন। বিনয়ী হবেন। মানুষকে সময়মতো সঠিক সেবা দিবেন। যে যেভাবেই আসুক, সবাইকে সমান সেবা দিবেন। জনগণকে সর্বোচ্চ সম্মান দিবেন।’

চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এবিএম শরিফুল হক, ডিস্ট্রিক কনসালট্যান্ট ডা. শফিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, ডা. বেলাল উদ্দীন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে নবযোগদানকৃত পরিবার কল্যাণ সহকারী ৩১ জন ও তিনজন আয়াকে বরণ করে নেওয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের বরণকালে ডিসি

আপলোড টাইম : ০৫:৩৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের বরণ ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সস্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে বেশ পরিশ্রম করতে হয়েছে। মিনিস্ট্রির বাধ্যবাধকতাও ছিল। নিয়োগ প্রক্রিয়াটি ডিফিকাল্ট ছিল। সকল নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা মাইকিং করেছি, কোনো ধরনের আর্থিক লেনদেন যাতে না হয়। আমরা চেষ্টা করেছি, যাঁরা মেধাবী তারাই যেন চাকরি পায়। আমাদের উদ্দেশ্যে আমরা সফল হয়েছি। স্বচ্ছতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে। সকলেই মেধাবী। আমাদের সাথে প্রশাসনসহ যাঁরা কাজ করেছেন, সকলেই পরিশ্রম করেছেন।’ তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনায় কর্মকর্তা-কর্মচারীর সংকটে কাজ করতে সমস্যা হচ্ছিল। এবার কাজের গতি আরও বাড়বে। আপনারা ভালোভাবে কাজ করলে, আমাদের পরিশ্রম সার্থক হবে। আপনাদের কাছে আমাদের পাওয়ার আশা বেশি। সময়মতো অফিস করবেন। বিনয়ী হবেন। মানুষকে সময়মতো সঠিক সেবা দিবেন। যে যেভাবেই আসুক, সবাইকে সমান সেবা দিবেন। জনগণকে সর্বোচ্চ সম্মান দিবেন।’

চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এবিএম শরিফুল হক, ডিস্ট্রিক কনসালট্যান্ট ডা. শফিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, ডা. বেলাল উদ্দীন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে নবযোগদানকৃত পরিবার কল্যাণ সহকারী ৩১ জন ও তিনজন আয়াকে বরণ করে নেওয়া হয়।