ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সভায় ডিসি আমিনুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহে একদিন বন্ধ থাকবে দোকানপাট। কোনো ব্যবসাদার যদি এ নিয়ম না মানে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গরুর মাংশ ৬৫০ টাকা এবং খাশির মাংশ ৮ শ টাকা বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। হঠাৎ ডিমের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে আলোচনা সভায় ওই কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ একাধিক টিম সার্বক্ষণিক বাজার তদারকি করবে। এসময় তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আছে অনেক ব্যবসায়ী বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে পণ্য বিক্রি করে আসছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অফিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের জগলু, ডা. শামিমা ইয়াসমিন, চেম্বার অব কমার্সের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দারসহ আরও অনেকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সভায় ডিসি আমিনুল ইসলাম

আপলোড টাইম : ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহে একদিন বন্ধ থাকবে দোকানপাট। কোনো ব্যবসাদার যদি এ নিয়ম না মানে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গরুর মাংশ ৬৫০ টাকা এবং খাশির মাংশ ৮ শ টাকা বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। হঠাৎ ডিমের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে আলোচনা সভায় ওই কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ একাধিক টিম সার্বক্ষণিক বাজার তদারকি করবে। এসময় তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আছে অনেক ব্যবসায়ী বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে পণ্য বিক্রি করে আসছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অফিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের জগলু, ডা. শামিমা ইয়াসমিন, চেম্বার অব কমার্সের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দারসহ আরও অনেকে।