ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় দেবরের নির্যাতনে ভাবি আহত!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দেবরের বাড়ির সীমানা ঘেষে সবজির বান (মাচা) তৈরি করায় রিনা বেগম (৪০) নামের এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় রিনা বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত রিনা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের উত্তরপাড়ার কৃষক রবিউল ইসলামের স্ত্রী।

আহত রিনা বেগম অভিযোগ করে বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে বেড়ার পাশে সবজির গাছ লাগানোর জন্য বান (মাচা) তৈরি করছিলাম আমাদের ও আমার দেবরের বাড়ি পাশাপাশি। বাড়ির সীমানার সঙ্গে বান (মাচা) তৈরি করতে দেখে আমার দেবর রাজ্জাক (৪৫) ছুটে এসে আমাকে লাথি মেরে ফেলে দেয়। পরে একটি মোটা খেটে (বাশঁ) দিয়ে আমার শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। পরে খবর পেয়ে আমার স্বামী ও ছেলে আমাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ডাক্তার আমাকে ভর্তি করেন।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন ইসলাম বলেন, ‘আহত অবস্থায় পরিবারের সদস্যরা রিনা বেগম নামের ওই নারীকে জরুরি বিভাগে নেয়। তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানায়। তার শরীরে কয়েকটি স্থানে ফোলা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় দেবরের নির্যাতনে ভাবি আহত!

আপলোড টাইম : ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দেবরের বাড়ির সীমানা ঘেষে সবজির বান (মাচা) তৈরি করায় রিনা বেগম (৪০) নামের এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় রিনা বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত রিনা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের উত্তরপাড়ার কৃষক রবিউল ইসলামের স্ত্রী।

আহত রিনা বেগম অভিযোগ করে বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে বেড়ার পাশে সবজির গাছ লাগানোর জন্য বান (মাচা) তৈরি করছিলাম আমাদের ও আমার দেবরের বাড়ি পাশাপাশি। বাড়ির সীমানার সঙ্গে বান (মাচা) তৈরি করতে দেখে আমার দেবর রাজ্জাক (৪৫) ছুটে এসে আমাকে লাথি মেরে ফেলে দেয়। পরে একটি মোটা খেটে (বাশঁ) দিয়ে আমার শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। পরে খবর পেয়ে আমার স্বামী ও ছেলে আমাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ডাক্তার আমাকে ভর্তি করেন।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন ইসলাম বলেন, ‘আহত অবস্থায় পরিবারের সদস্যরা রিনা বেগম নামের ওই নারীকে জরুরি বিভাগে নেয়। তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানায়। তার শরীরে কয়েকটি স্থানে ফোলা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’