ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় দুই বিঘা জমির তরমুজ গাছ উপড়ে দেওয়ার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই বিঘা জমির তরমুজ গাছ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তরমুজ গাছগুলো উপড়ে দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর সিদ্দিক নাছির বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বাগানপাড়া মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আলমগীর সিদ্দিক নাছির (৪২) দুই দাগের ৭৬ শতক জমিতে তরমুজের চারা লাগান। চারাগুলো বড় হয়ে ফল ধরতে শুরু করেছে। এর মধ্যে কে বা কারা রাতের অধারে তরমুজের গাছগুলো উপড়ে ফেলেছে। এতে প্রায় ৭৫ হাজার টাকা ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক। পূর্ব শত্রুতার জেরে এ ধরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে সদর থানার পুলিশ। তবে অভিযোগের সূত্র ধরে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানায় সদর থানা পুলিশের এক কর্মকর্তা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় দুই বিঘা জমির তরমুজ গাছ উপড়ে দেওয়ার অভিযোগ

আপলোড টাইম : ১২:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই বিঘা জমির তরমুজ গাছ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তরমুজ গাছগুলো উপড়ে দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর সিদ্দিক নাছির বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বাগানপাড়া মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আলমগীর সিদ্দিক নাছির (৪২) দুই দাগের ৭৬ শতক জমিতে তরমুজের চারা লাগান। চারাগুলো বড় হয়ে ফল ধরতে শুরু করেছে। এর মধ্যে কে বা কারা রাতের অধারে তরমুজের গাছগুলো উপড়ে ফেলেছে। এতে প্রায় ৭৫ হাজার টাকা ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক। পূর্ব শত্রুতার জেরে এ ধরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে সদর থানার পুলিশ। তবে অভিযোগের সূত্র ধরে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানায় সদর থানা পুলিশের এক কর্মকর্তা।