ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী রেডক্রিসেন্টের সদস্যদের চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় সহশিক্ষা কার্যক্রমের আওতায় তিন দিনব্যাপী রেডক্রস/রেডক্রিসেন্টের সদস্যদের মৌলিক এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় সরকারি আদর্শ মহিলা কলেজে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট এ প্রশিক্ষণের আয়োজন করে।

এসময় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের যুব রেডক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. রবিউল ইসলাম, ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ, যুব প্রধান শাহিন হোসেন, উপ-যুব প্রধান-১ আবু বক্কর, উপ-যুব প্রধান-২ শরিফা সুহাসিনী এবং প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান শাবনুর খাতুন উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী প্রশিক্ষণ ১৯, ২০ ও ২৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতীক, আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলন, যুব রেডক্রিসেন্টের উৎপত্তি এবং কার্যক্রম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধারণাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে তিনজন আহত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার গোবরগাড়ায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে কোদাল ও লাঠি দিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের তিনজন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রামের বোড়িং মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- গোবরগাড়া গ্রামের আনন্দবাজারপাড়ার আশরাফ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২২), একই গ্রামের পুরাতনপাড়ার আলী হোসেনের ছেলে শাহ আলম (৩৮) ও জাহাঙ্গীর হোসেন (৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন ও শাহ আলম দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। এতে উভয় পক্ষ লাঠি ও কোদাল দিয়ে একে অপরকে আহত করে। পরে গ্রামবাসীর সহায়তার পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূরজাহান রুমি বলেন, ‘দুপুরে পরিবারের সদস্যরা একই ঘটনায় জখম তিনজনকে জরুরি বিভাগে নেয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে একটি মারামারি ঘটনা সম্পর্কে জেনেছি। পুলিশের একটি টিমকে ঘটনার বিষয়ে জানতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী রেডক্রিসেন্টের সদস্যদের চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

আপলোড টাইম : ০৮:৫৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় সহশিক্ষা কার্যক্রমের আওতায় তিন দিনব্যাপী রেডক্রস/রেডক্রিসেন্টের সদস্যদের মৌলিক এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় সরকারি আদর্শ মহিলা কলেজে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট এ প্রশিক্ষণের আয়োজন করে।

এসময় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের যুব রেডক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. রবিউল ইসলাম, ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ, যুব প্রধান শাহিন হোসেন, উপ-যুব প্রধান-১ আবু বক্কর, উপ-যুব প্রধান-২ শরিফা সুহাসিনী এবং প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান শাবনুর খাতুন উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী প্রশিক্ষণ ১৯, ২০ ও ২৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতীক, আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলন, যুব রেডক্রিসেন্টের উৎপত্তি এবং কার্যক্রম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধারণাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে তিনজন আহত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার গোবরগাড়ায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে কোদাল ও লাঠি দিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের তিনজন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রামের বোড়িং মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- গোবরগাড়া গ্রামের আনন্দবাজারপাড়ার আশরাফ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২২), একই গ্রামের পুরাতনপাড়ার আলী হোসেনের ছেলে শাহ আলম (৩৮) ও জাহাঙ্গীর হোসেন (৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন ও শাহ আলম দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। এতে উভয় পক্ষ লাঠি ও কোদাল দিয়ে একে অপরকে আহত করে। পরে গ্রামবাসীর সহায়তার পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূরজাহান রুমি বলেন, ‘দুপুরে পরিবারের সদস্যরা একই ঘটনায় জখম তিনজনকে জরুরি বিভাগে নেয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে একটি মারামারি ঘটনা সম্পর্কে জেনেছি। পুলিশের একটি টিমকে ঘটনার বিষয়ে জানতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’