ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধনকালে কৃষিবিদ ড. হামিদুর রহমান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘বছরব্যাপী ফল চাষে অর্থ-পুষ্টি দুই-ই আসে’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের এপিএ এক্সপার্ট পুলের সদস্য ড. হামিদুর রহমান। পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন প্রমুখ।

দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফলের সমন্বয়ে সেজেছে ফল মেলার ১০টি স্টল। বাড়ির উঠানে কিংবা মাঠের খেতের বিভিন্ন ফল নিয়ে এ মেলায় হাজির হয়েছেন কৃষকরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের এপিএ এক্সপার্ট পুলের সদস্য ড. হামিদুর রহমান বলেন, চুয়াডাঙ্গার মাটিতে নিত্যনতুন ফলমূল ও সবজি ফলায় কৃষকরা। বিদেশী নানা জাতের ফলও এ অঞ্চলে চাষ করা হয়। এভাবে ফল চাষের ব্যাপকতা বাড়লে বিদেশনির্ভরতা কমে আসবে, ফলমূলে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। আমাদের দেশে ফলের ব্যাপক চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণ করতে হলে উৎপাদন বাড়াতে হবে। তবে আশার কথা ফলসহ নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধনকালে কৃষিবিদ ড. হামিদুর রহমান

আপলোড টাইম : ০৯:১৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক: ‘বছরব্যাপী ফল চাষে অর্থ-পুষ্টি দুই-ই আসে’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের এপিএ এক্সপার্ট পুলের সদস্য ড. হামিদুর রহমান। পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন প্রমুখ।

দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফলের সমন্বয়ে সেজেছে ফল মেলার ১০টি স্টল। বাড়ির উঠানে কিংবা মাঠের খেতের বিভিন্ন ফল নিয়ে এ মেলায় হাজির হয়েছেন কৃষকরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের এপিএ এক্সপার্ট পুলের সদস্য ড. হামিদুর রহমান বলেন, চুয়াডাঙ্গার মাটিতে নিত্যনতুন ফলমূল ও সবজি ফলায় কৃষকরা। বিদেশী নানা জাতের ফলও এ অঞ্চলে চাষ করা হয়। এভাবে ফল চাষের ব্যাপকতা বাড়লে বিদেশনির্ভরতা কমে আসবে, ফলমূলে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। আমাদের দেশে ফলের ব্যাপক চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণ করতে হলে উৎপাদন বাড়াতে হবে। তবে আশার কথা ফলসহ নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।