ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ট্রেনে মাথা দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০২:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর এলাকায় ট্রেন লাইনে মাথা দিয়ে রামিম হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজের অদূরে রেললাইনের পাঁচ-ফোকট নামকস্থান থেকে অজ্ঞাত পরিচয়ে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এদিকে, গতকালই বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। এসময় কয়েকজন ওই যুবককে তাদের পরিচিত সন্দেহে খোঁজ নিলে পরিবারের সদস্যরা যুবকের লাশকে শনাক্ত করে। নিহত যুবক মেহেরপুরের গাংনী উপজেলার পৌর এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে ও চুয়াডাঙ্গা পৌর কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সে পড়ালেখার জন্য চুয়াডাঙ্গাতেই অবস্থান করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় ব্যক্তিরা দ্বিখণ্ডিত অবস্থায় অজ্ঞাত ওই যুবককে রেললাইনের ধারে পড়ে থাকতে দেখে। পরবর্তীতে তারা পুলিশে খবর দিলে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয়দের অনেকে আরও বলেন, যুবকটির মাথা ট্রেন লাইনের ভেতরে ও শরীর ট্রেন লাইনের পাশে পড়ে ছিল। তাদের ধারণা যুবকটি ট্রেনে কেটে আত্মহত্যা করেছে।

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, স্থানীয় ব্যক্তিরা সকাল সাড়ে নয়টার দিকে রেললাইনে এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ দেখে রেলওয়ে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ‘চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘটনাস্থল থেকে সকাল সাড়ে নয়টার দিকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে দুপুরের পরে পরিবারের সদস্যরা লাশটিকে শনাক্ত করে। ধারণা করা হচ্ছে পারিবারিক মনোমালিন্যের কারণে যুবকটি আত্মহত্যা করে। এ ঘটনা পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিকেল পাঁচটার দিকে নিহতের লাশ হস্তান্তর করা হয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ট্রেনে মাথা দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

আপলোড টাইম : ০২:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২

চুয়াডাঙ্গা পৌর এলাকায় ট্রেন লাইনে মাথা দিয়ে রামিম হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজের অদূরে রেললাইনের পাঁচ-ফোকট নামকস্থান থেকে অজ্ঞাত পরিচয়ে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এদিকে, গতকালই বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। এসময় কয়েকজন ওই যুবককে তাদের পরিচিত সন্দেহে খোঁজ নিলে পরিবারের সদস্যরা যুবকের লাশকে শনাক্ত করে। নিহত যুবক মেহেরপুরের গাংনী উপজেলার পৌর এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে ও চুয়াডাঙ্গা পৌর কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সে পড়ালেখার জন্য চুয়াডাঙ্গাতেই অবস্থান করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় ব্যক্তিরা দ্বিখণ্ডিত অবস্থায় অজ্ঞাত ওই যুবককে রেললাইনের ধারে পড়ে থাকতে দেখে। পরবর্তীতে তারা পুলিশে খবর দিলে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয়দের অনেকে আরও বলেন, যুবকটির মাথা ট্রেন লাইনের ভেতরে ও শরীর ট্রেন লাইনের পাশে পড়ে ছিল। তাদের ধারণা যুবকটি ট্রেনে কেটে আত্মহত্যা করেছে।

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, স্থানীয় ব্যক্তিরা সকাল সাড়ে নয়টার দিকে রেললাইনে এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ দেখে রেলওয়ে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ‘চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘটনাস্থল থেকে সকাল সাড়ে নয়টার দিকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে দুপুরের পরে পরিবারের সদস্যরা লাশটিকে শনাক্ত করে। ধারণা করা হচ্ছে পারিবারিক মনোমালিন্যের কারণে যুবকটি আত্মহত্যা করে। এ ঘটনা পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিকেল পাঁচটার দিকে নিহতের লাশ হস্তান্তর করা হয়।’