ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ট্রাকে পিষ্ট হয়ে ‘মাতাল’ পিন্টু নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চলন্ত ট্রাকে উঠতে গিয়ে পিষ্ট হয়ে পিণ্টু মল্লিক নামে (৪৫) এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পৌর এলাকার কোর্ট মোড় জীবননগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে। চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত পিণ্টু মল্লিক চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ার রবি মল্লিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কোর্ট মোড়ে নেশাগ্রস্ত অবস্থায় মাতলামো করে বেড়াছিল পিণ্টু মিয়া। এসময় বড়বাজার থেকে আসা একটি চলন্ত ট্রাকে ওঠার চেষ্টা করলে পা পিছলে ট্রাকের নিচে পড়ে যায়। এতে তার বাম পা ট্রাকের চাকায় পিষ্ট হয় ও শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়। পরে স্থানীয়রা একটি পাখিভ্যানযোগে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখেন। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকসহ চালককে আটক করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূর জাহান রুমি বলেন, তার বাম পা ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে এবং শরীরে বিভিন্ন স্থানের ক্ষত চিহ্ন দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, পিণ্টু মল্লিক নেশাগ্রস্ত অবস্থায় চলন্ত ট্রাকে ওঠার সময় পা ফসকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ট্রাক চালকের কোনো দোষ নেই। ট্রাকটি জব্দ করে চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ট্রাকে পিষ্ট হয়ে ‘মাতাল’ পিন্টু নিহত

আপলোড টাইম : ০৫:৫১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চলন্ত ট্রাকে উঠতে গিয়ে পিষ্ট হয়ে পিণ্টু মল্লিক নামে (৪৫) এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পৌর এলাকার কোর্ট মোড় জীবননগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে। চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত পিণ্টু মল্লিক চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ার রবি মল্লিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কোর্ট মোড়ে নেশাগ্রস্ত অবস্থায় মাতলামো করে বেড়াছিল পিণ্টু মিয়া। এসময় বড়বাজার থেকে আসা একটি চলন্ত ট্রাকে ওঠার চেষ্টা করলে পা পিছলে ট্রাকের নিচে পড়ে যায়। এতে তার বাম পা ট্রাকের চাকায় পিষ্ট হয় ও শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়। পরে স্থানীয়রা একটি পাখিভ্যানযোগে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখেন। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকসহ চালককে আটক করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূর জাহান রুমি বলেন, তার বাম পা ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে এবং শরীরে বিভিন্ন স্থানের ক্ষত চিহ্ন দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, পিণ্টু মল্লিক নেশাগ্রস্ত অবস্থায় চলন্ত ট্রাকে ওঠার সময় পা ফসকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ট্রাক চালকের কোনো দোষ নেই। ট্রাকটি জব্দ করে চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।