ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় প্রাল গেল কাঠ ব্যবসায়ীর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৫৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • / ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় শহরতলীর দৌলতদিয়াড়ে কাঁচামাল ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী শেখ (৬৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে দৌলতদিয়াড় পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়ার মৃত জুমরাত আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে দৌলতদিয়াড় পেট্রোল পাম্পের সামনে থেকে ব্যগভর্তি বাজার নিয়ে পায়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে লিয়াকত আলী রাস্তার ওপর পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয় ব্যক্তিরা বৃদ্ধ লিয়াকতকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও তার হেল্পার পালিয়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটি জব্দ করে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব পারভেজ বলেন, স্থানীয় ব্যক্তিরা একজন বৃদ্ধকে জরুরি বিভাগে নেয়। জানতে পারি তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘সদর থানাধীন দৌলতদিয়াড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। নিহতের লাশ হাসাতালের লাশঘড়ে রাখা হয়েছে ও ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্য মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন আছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় প্রাল গেল কাঠ ব্যবসায়ীর

আপলোড টাইম : ০৬:৫৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় শহরতলীর দৌলতদিয়াড়ে কাঁচামাল ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী শেখ (৬৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে দৌলতদিয়াড় পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়ার মৃত জুমরাত আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে দৌলতদিয়াড় পেট্রোল পাম্পের সামনে থেকে ব্যগভর্তি বাজার নিয়ে পায়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে লিয়াকত আলী রাস্তার ওপর পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয় ব্যক্তিরা বৃদ্ধ লিয়াকতকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও তার হেল্পার পালিয়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটি জব্দ করে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব পারভেজ বলেন, স্থানীয় ব্যক্তিরা একজন বৃদ্ধকে জরুরি বিভাগে নেয়। জানতে পারি তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘সদর থানাধীন দৌলতদিয়াড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। নিহতের লাশ হাসাতালের লাশঘড়ে রাখা হয়েছে ও ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্য মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন আছে।’