ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনকালে ইউএনও শামীম ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৫৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / ৩৭ বার পড়া হয়েছে

‘স্মার্ট ফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২১’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে, মেলা উপলক্ষে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যেসব প্রতিষ্ঠান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশগ্রহণ করছে, তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবসময় ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আশা করছি।’

মেলায় সিনিয়র গ্রুপে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫টি কলেজ ও জুনিয়র গ্রুপে মাধ্যমিক পর্যায়ে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টলে অংশগ্রহণ করছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইসএম শামীমুজ্জামান, সহকারী গ্রন্থাগার (আসিটি) তরিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনকালে ইউএনও শামীম ভুঁইয়া

আপলোড টাইম : ০৯:৫৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

‘স্মার্ট ফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২১’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে, মেলা উপলক্ষে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যেসব প্রতিষ্ঠান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশগ্রহণ করছে, তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবসময় ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আশা করছি।’

মেলায় সিনিয়র গ্রুপে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫টি কলেজ ও জুনিয়র গ্রুপে মাধ্যমিক পর্যায়ে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টলে অংশগ্রহণ করছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইসএম শামীমুজ্জামান, সহকারী গ্রন্থাগার (আসিটি) তরিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।