ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস পালন, আলোচনা সভায় ডিসি আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২২। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এ বিপুলসংখ্যক কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা অপরিহার্য। কিশোরী ও নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ আমাদের নারীসমাজ জাতীয় অগ্রযাত্রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি কন্যাশিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় তিনি আরও বলেন, শিশুবিবাহ বন্ধ করে কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা ও পুষ্টির চাহিদা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিসহ পরিপূর্ণ বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আলোচনা সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত।

এদিকে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে অ্যাডভোকেসি ফোরাম ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লার্নিং সেন্টারের শিক্ষক শরিফা খাতুন, বিথি খাতুন, পারভীন আক্তার, স্বনির্ভর সংঘ ফেডারেশনের সদস্য জুলেখা থুন, কেয়া খাতুন, নুসরাত জাহান ও লিপা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস পালন, আলোচনা সভায় ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ০৭:৩০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: ‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২২। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এ বিপুলসংখ্যক কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা অপরিহার্য। কিশোরী ও নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ আমাদের নারীসমাজ জাতীয় অগ্রযাত্রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি কন্যাশিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় তিনি আরও বলেন, শিশুবিবাহ বন্ধ করে কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা ও পুষ্টির চাহিদা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিসহ পরিপূর্ণ বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আলোচনা সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত।

এদিকে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে অ্যাডভোকেসি ফোরাম ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লার্নিং সেন্টারের শিক্ষক শরিফা খাতুন, বিথি খাতুন, পারভীন আক্তার, স্বনির্ভর সংঘ ফেডারেশনের সদস্য জুলেখা থুন, কেয়া খাতুন, নুসরাত জাহান ও লিপা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।