ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:২৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবন চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। এসময় ফোরামের নেতা ওয়াহেদুজ্জামান বুলা, এম এম শাহজাহান মুকুল, আ স ম আব্দুর রউফ, মঈনউদ্দিন মইনুল, বদিউজ্জামান, আব্দুল খালেক ও মানি খন্দকার সমাবেশে বক্তব্য দেন। সমাবেশে রফিকুল ইসলাম-১, মানজার আলী জোয়ার্দ্দার হেলাল, আব্দুল্লাহ আল মামুন এরশাদ, একলাছুর রহমান কাজল, আফরুজা আকতার, আহসান আলী, আসাদুজ্জামান মিল্টন, এস এম হুমায়ুন কবির, জিল্লুর রহমান জালাল, হারুন অর রশিদ বাবলু, রেবেকা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে বাংলাদেশের জনগণ হাসিনা সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। যে ধারায় প্রশাসনিক নির্দেশে বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে, সেই ধারায়ই আছে সাময়িক মুক্তি করা যাবে। সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, অবিলম্বে বিধি-নিষেধ ও শর্ত তুলে নিন। যাতে বেগম খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ পান। দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি ও বিদেশে না পাঠানো পর্যন্ত আইনজীবী ফোরাম আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। সকল বক্তা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জোর দাবি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

আপলোড টাইম : ০৬:২৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবন চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। এসময় ফোরামের নেতা ওয়াহেদুজ্জামান বুলা, এম এম শাহজাহান মুকুল, আ স ম আব্দুর রউফ, মঈনউদ্দিন মইনুল, বদিউজ্জামান, আব্দুল খালেক ও মানি খন্দকার সমাবেশে বক্তব্য দেন। সমাবেশে রফিকুল ইসলাম-১, মানজার আলী জোয়ার্দ্দার হেলাল, আব্দুল্লাহ আল মামুন এরশাদ, একলাছুর রহমান কাজল, আফরুজা আকতার, আহসান আলী, আসাদুজ্জামান মিল্টন, এস এম হুমায়ুন কবির, জিল্লুর রহমান জালাল, হারুন অর রশিদ বাবলু, রেবেকা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে বাংলাদেশের জনগণ হাসিনা সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। যে ধারায় প্রশাসনিক নির্দেশে বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে, সেই ধারায়ই আছে সাময়িক মুক্তি করা যাবে। সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, অবিলম্বে বিধি-নিষেধ ও শর্ত তুলে নিন। যাতে বেগম খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ পান। দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি ও বিদেশে না পাঠানো পর্যন্ত আইনজীবী ফোরাম আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। সকল বক্তা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জোর দাবি জানান।