ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে ও সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী এমদাদুল হক সজল। এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পন, আশিকুর রহমান হিমু, পাপন হাসান সবুজ, আরফিন সজিব, ফারহান রাব্বি, রাকিব, সাইফুল ইসলাম, আব্দুস সালেকিন, লিখন, রিফাত প্রমুখ। এছাড়াও শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ও কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ছাত্রদলকে মোকাবিলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আমরা সারাদেশের ছাত্রলীগের নেতা কর্মীরা চাইলে কাল থেকে ছাত্রদল মাঠেই দাঁড়াতেই পারবে না।’

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এ বিক্ষোভ সমাবেশে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের মানববন্ধন

আপলোড টাইম : ০৯:৫৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে ও সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী এমদাদুল হক সজল। এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পন, আশিকুর রহমান হিমু, পাপন হাসান সবুজ, আরফিন সজিব, ফারহান রাব্বি, রাকিব, সাইফুল ইসলাম, আব্দুস সালেকিন, লিখন, রিফাত প্রমুখ। এছাড়াও শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ও কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ছাত্রদলকে মোকাবিলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আমরা সারাদেশের ছাত্রলীগের নেতা কর্মীরা চাইলে কাল থেকে ছাত্রদল মাঠেই দাঁড়াতেই পারবে না।’

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এ বিক্ষোভ সমাবেশে।