ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় গাঁজাসহ ঝিনাইদহের আনারুল গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • / ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গাঁজাসহ ঝিনাইদহ খাজুরা গ্রামের আনারুলকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে সদর উপজেলার সুবদিয়া পুলিশ বক্সের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনারুল বিশ্বাস (২৬) ঝিনাইদহ সদর উপজেলার বড় খাজুরা গ্রামের জোয়ার্দ্দার পাড়ার আজিজুল বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাদীউজ্জামান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল তালুকদার, আশরাফুজ্জামনসহ ফোর্স সুবদিয়া পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও আনারুলকে আটক করে পুলিশে। এসময় আটককৃত আসামির শরীর তল্লাশী করে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চুয়াডাঙ্গা পিরোজখালি গ্রামের মৃত দেদের মণ্ডলের ছেলে মণ্টু মন্ডলকে পলাতক দেখিয়ে একটি মাদক মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট মামলায় আটককৃত আসামি আনারুলকে আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় গাঁজাসহ ঝিনাইদহের আনারুল গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:২৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গাঁজাসহ ঝিনাইদহ খাজুরা গ্রামের আনারুলকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে সদর উপজেলার সুবদিয়া পুলিশ বক্সের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনারুল বিশ্বাস (২৬) ঝিনাইদহ সদর উপজেলার বড় খাজুরা গ্রামের জোয়ার্দ্দার পাড়ার আজিজুল বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাদীউজ্জামান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল তালুকদার, আশরাফুজ্জামনসহ ফোর্স সুবদিয়া পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও আনারুলকে আটক করে পুলিশে। এসময় আটককৃত আসামির শরীর তল্লাশী করে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চুয়াডাঙ্গা পিরোজখালি গ্রামের মৃত দেদের মণ্ডলের ছেলে মণ্টু মন্ডলকে পলাতক দেখিয়ে একটি মাদক মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট মামলায় আটককৃত আসামি আনারুলকে আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।