ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক দু’জনের জেল-জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে ইছা ফকির (৬০) ও হকপাড়ার মুনছুর শেখের স্ত্রী মমতাজ বেগম (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঈদগাহ পাড়ায় অভিযান চালিয়ে ১৭ গ্রাম গাঁজাসহ ইছা ফকিরকে আটক করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে একই অভিযানিক টিম চিহ্নিত মাদক ব্যবসায়ী মুনছুর শেখের বাড়িতে অভিযান চালিয়ে ৩ শ গ্রাম গাঁজাসহ তার স্ত্রী মমতাজ বেগমকে আটক করে।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইছা ফকিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন এবং মমতাজ বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৫০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক দু’জনের জেল-জরিমানা

আপলোড টাইম : ০৯:২২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে ইছা ফকির (৬০) ও হকপাড়ার মুনছুর শেখের স্ত্রী মমতাজ বেগম (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঈদগাহ পাড়ায় অভিযান চালিয়ে ১৭ গ্রাম গাঁজাসহ ইছা ফকিরকে আটক করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে একই অভিযানিক টিম চিহ্নিত মাদক ব্যবসায়ী মুনছুর শেখের বাড়িতে অভিযান চালিয়ে ৩ শ গ্রাম গাঁজাসহ তার স্ত্রী মমতাজ বেগমকে আটক করে।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইছা ফকিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন এবং মমতাজ বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৫০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।