ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী তপু হত্যা মামলায় রুপকের আত্মসমর্পণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • / ৪১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময় ওরফে তপু হত্যা মামলার এজহারনামীয় আসামি রুপক আত্মসর্মপণ করেছে। এছাড়াও বাপ্পি নামে আরও একজনকে আটক করেছে বলে দাবি করেছে বাপ্পির পরিবার। কিন্তু  আটকের কথা অস্বীকার করছে সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে রুপক চুয়াডাঙ্গার নারী শিশু আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। আত্মসমর্পণকারী রুপক চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার রুপক (১৬) এবং বাাপ্পি (১৫) একই পাড়ার বিপুলের ছেলে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন (পিপিএম বার) জানান, বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থী তপুকে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি রুপক চুয়াডাঙ্গার নারী শিশু আদালতে আত্মসমর্পণ করেছে। আগামীকাল (আজ) তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। তবে একই মামলার আসামি বাপ্পির আটকের কথা তিনি অস্বীকার করেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর প্রেম নিয়ে বিরোধের জেরে এসএসসি পরীক্ষার্থী তপুকে বিদায় অনুষ্ঠানে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন রাতেই নিহত তপুর বড় ভাই আলিহিম মাসুদ চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে সাতজনের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪, তারিখ: ৮/১১/২০২১। মামলার পরদিন সকালেই পুলিশ মামলার এজাহারনামীয় আসামি চুয়াডাঙ্গা পৌর এলাকার রুহুল আমীনের ছেলে সুমনকে (২৮) গ্রেপ্তার করে। মামলার অন্যতম আসামি আকাশ চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাসের আদালতে আত্মসমর্পণ করে। পরে সুমন ও আকাশকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই মামলাতে মোট তিনজন আটক হলেও বাকিরা এখনও পলাতক রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী তপু হত্যা মামলায় রুপকের আত্মসমর্পণ

আপলোড টাইম : ০৮:৩৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময় ওরফে তপু হত্যা মামলার এজহারনামীয় আসামি রুপক আত্মসর্মপণ করেছে। এছাড়াও বাপ্পি নামে আরও একজনকে আটক করেছে বলে দাবি করেছে বাপ্পির পরিবার। কিন্তু  আটকের কথা অস্বীকার করছে সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে রুপক চুয়াডাঙ্গার নারী শিশু আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। আত্মসমর্পণকারী রুপক চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার রুপক (১৬) এবং বাাপ্পি (১৫) একই পাড়ার বিপুলের ছেলে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন (পিপিএম বার) জানান, বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থী তপুকে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি রুপক চুয়াডাঙ্গার নারী শিশু আদালতে আত্মসমর্পণ করেছে। আগামীকাল (আজ) তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। তবে একই মামলার আসামি বাপ্পির আটকের কথা তিনি অস্বীকার করেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর প্রেম নিয়ে বিরোধের জেরে এসএসসি পরীক্ষার্থী তপুকে বিদায় অনুষ্ঠানে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন রাতেই নিহত তপুর বড় ভাই আলিহিম মাসুদ চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে সাতজনের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪, তারিখ: ৮/১১/২০২১। মামলার পরদিন সকালেই পুলিশ মামলার এজাহারনামীয় আসামি চুয়াডাঙ্গা পৌর এলাকার রুহুল আমীনের ছেলে সুমনকে (২৮) গ্রেপ্তার করে। মামলার অন্যতম আসামি আকাশ চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাসের আদালতে আত্মসমর্পণ করে। পরে সুমন ও আকাশকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই মামলাতে মোট তিনজন আটক হলেও বাকিরা এখনও পলাতক রয়েছে।