ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, চুয়াডাঙ্গা প্রোগ্রাম-এর নিজস্ব হাসপাতাল ইম্প্যাক্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই উদ্বোধনের মাধ্যমে চুয়াডাঙ্গার কেদারগঞ্জে অবস্থিত ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ৮ তলাবিশিষ্ট নতুন হাসপাতালের বিভিন্ন সেবাসমূহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হাসপাতালের ড. মাইনুল হক সম্মেলনকক্ষে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ট্রাস্টি ইনাম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু বলতেন মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য অন্যতম। মানুষের যতই টাকা-পয়সা থাকুক না কেন, স্বাস্থ্য ভালো না থাকলে কিছুই ভালো থাকে না। এই মফস্বল শহরে ইম্প্যাক্ট সাধারণ মানুষের দৌরগোড়ায় যে সেবা পৌঁছে দিয়েছে, তা চুয়াডাঙ্গা জেলাবাসীর জন্য সুখকর হবে বলে আশা করি। একজন চিকিৎসকের নাম ও সেবার কারণে রোগীরা সেই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে যান। তবে চিকিৎকসদের সেবার পরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নার্স, যারা সবসময় রোগীদের সেবা দেন। ইম্প্যাক্ট চুয়াডাঙ্গা জেলায় স্বাস্থ্যসেবার মানের যে উন্নয়ন ঘটিয়েছে, তা দৃশ্যমান। প্রতিবছর দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেয়ে অনেক টাকা করচ করছে। আমি ইম্প্যাক্ট হাসপাতাল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সকলের কাছে অনুরোধ রাখতে চাই, যেন এই প্রতিষ্ঠানের সেবার মান আরো ভালো হয়, মানুষ যেন সেবা পেয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরতে পারে।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ যেন জেলার বাইরে ভোগান্তি নিয়ে চিকিৎসার জন্য না যেয়ে নিজ জেলাতেই স্বল্প খরচে উন্নত সেবা পায়। তাদের আরও কাছে ইম্প্যাক্ট হাসপাতাল তাদের সেবা পৌঁছে দেবে এটাই আমরা চাই। ইম্প্যাক্ট হাসপাতালের পথচলা সুন্দর হোক।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন, জেলা সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসান, ইম্প্যাক্ট ফাউন্ডেশন ইউ.কে-এর প্রধান নির্বাহী মিস জুডি স্ট্যাগ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-এর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরোক চৌধুরী। বক্তারা চুয়াডাঙ্গা জেলার মানুষের স্বাস্থ্যসেবা প্রদান এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে নির্মিত ইম্প্যাক্ট হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারের সাফল্য কামনা করেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ইম্প্যাক্ট ফাউন্ডেশন-এর ফান্ডরেইজিং ও উন্নয়ন বিষয়ক পরিচালক মিস পাসকেল নোয়েল।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-এর চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ইম্প্যাক্ট চুয়াডাঙ্গা প্রোগ্রাম-এর সিনিয়র প্রশাসক ডা. শফিউল কবীর।

এদিকে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. রেজাউল হক। এরপর বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম বিষয়ক উপস্থাপনা করেন বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. হাসিব মাহমুদ। পরবর্তীতে দুপুর ১২টায় ফিতা কেটে ও ইম্প্যাক্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নবনির্মত ভবনের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন ঘোষণা করেন এমপি ছেলুন জোয়ার্দ্দার। উদ্বোধন শেষে অতিথিরা ইম্প্যাক্ট হাসপাতালের নতুন ভবন ঘুরে দেখেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ১২:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, চুয়াডাঙ্গা প্রোগ্রাম-এর নিজস্ব হাসপাতাল ইম্প্যাক্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই উদ্বোধনের মাধ্যমে চুয়াডাঙ্গার কেদারগঞ্জে অবস্থিত ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ৮ তলাবিশিষ্ট নতুন হাসপাতালের বিভিন্ন সেবাসমূহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হাসপাতালের ড. মাইনুল হক সম্মেলনকক্ষে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ট্রাস্টি ইনাম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু বলতেন মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য অন্যতম। মানুষের যতই টাকা-পয়সা থাকুক না কেন, স্বাস্থ্য ভালো না থাকলে কিছুই ভালো থাকে না। এই মফস্বল শহরে ইম্প্যাক্ট সাধারণ মানুষের দৌরগোড়ায় যে সেবা পৌঁছে দিয়েছে, তা চুয়াডাঙ্গা জেলাবাসীর জন্য সুখকর হবে বলে আশা করি। একজন চিকিৎসকের নাম ও সেবার কারণে রোগীরা সেই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে যান। তবে চিকিৎকসদের সেবার পরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নার্স, যারা সবসময় রোগীদের সেবা দেন। ইম্প্যাক্ট চুয়াডাঙ্গা জেলায় স্বাস্থ্যসেবার মানের যে উন্নয়ন ঘটিয়েছে, তা দৃশ্যমান। প্রতিবছর দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেয়ে অনেক টাকা করচ করছে। আমি ইম্প্যাক্ট হাসপাতাল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সকলের কাছে অনুরোধ রাখতে চাই, যেন এই প্রতিষ্ঠানের সেবার মান আরো ভালো হয়, মানুষ যেন সেবা পেয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরতে পারে।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ যেন জেলার বাইরে ভোগান্তি নিয়ে চিকিৎসার জন্য না যেয়ে নিজ জেলাতেই স্বল্প খরচে উন্নত সেবা পায়। তাদের আরও কাছে ইম্প্যাক্ট হাসপাতাল তাদের সেবা পৌঁছে দেবে এটাই আমরা চাই। ইম্প্যাক্ট হাসপাতালের পথচলা সুন্দর হোক।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন, জেলা সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসান, ইম্প্যাক্ট ফাউন্ডেশন ইউ.কে-এর প্রধান নির্বাহী মিস জুডি স্ট্যাগ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-এর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরোক চৌধুরী। বক্তারা চুয়াডাঙ্গা জেলার মানুষের স্বাস্থ্যসেবা প্রদান এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে নির্মিত ইম্প্যাক্ট হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারের সাফল্য কামনা করেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ইম্প্যাক্ট ফাউন্ডেশন-এর ফান্ডরেইজিং ও উন্নয়ন বিষয়ক পরিচালক মিস পাসকেল নোয়েল।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-এর চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ইম্প্যাক্ট চুয়াডাঙ্গা প্রোগ্রাম-এর সিনিয়র প্রশাসক ডা. শফিউল কবীর।

এদিকে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. রেজাউল হক। এরপর বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম বিষয়ক উপস্থাপনা করেন বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. হাসিব মাহমুদ। পরবর্তীতে দুপুর ১২টায় ফিতা কেটে ও ইম্প্যাক্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নবনির্মত ভবনের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন ঘোষণা করেন এমপি ছেলুন জোয়ার্দ্দার। উদ্বোধন শেষে অতিথিরা ইম্প্যাক্ট হাসপাতালের নতুন ভবন ঘুরে দেখেন।