ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট ফাউন্ডেশনের নতুন ভবনে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রাকৃতিক দুর্যোগ কিংবা অগ্নি দুর্ঘটনা ঘটলে সহজে উদ্ধার কাজ এবং তাৎক্ষণিক করণীয় বিষয়ে বিশেষ মহড়া চালিয়েছে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার ইম্প্যাক্ট ফাউন্ডেশনের নতুন ভবনের অভ্যন্তরে ভূমিকম্প হলে করণীয় এবং আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার নানা কৌশল দেখানো হয়। এসময় সেখানে কৃত্রিম ভূমিকম্প পরিস্থিতি সৃষ্টি করা হয়। পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কীভাবে দ্রুত নেভাতে হয়, তা নতুন ভবনের সামনে কৃত্রিম আগুন জালিয়ে মহড়ার মাধ্যমে দেখানো হয়।

এসময় অগ্নি নির্বাপণের কোনো অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার না করেই সাধারণভাবে আগুন নেভাতে দেখা যায় ফায়ার সার্ভিস টিমকে। এছাড়া আগুন লাগার পর দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের বিভিন্ন ইউনিটের রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া, হতাহত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয়ের দৃশ্য দেখান ফায়ার সার্ভিসের কর্মীরা। নিজেদের কর্মী বাহিনী ও ইম্প্যাক্ট ফাউন্ডেশনের মেডিকেল টিমের অভিনয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে নানা কৌশল তুলে ধরা হয় এ মহড়ায়। এসময় মহড়া দেখতে সাধারণ মানুষ ইম্প্যাক্ট ফাইন্ডেশনের সামনে ভিড় করেন। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামানের নির্দেশে হঠাৎ অগ্নিকাণ্ডে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষেই ফায়ার সার্ভিস ইউনিট এই মহড়া পরিচালনা করে। মহড়ায় নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান ও জাহাঙ্গীর আলম।

স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ‘সাধারণ মানুষ যেন সচেতন হতে পারেন এবং দুর্যোগ-দুর্ঘটনা ঘটলে কীভাবে নিজেরাই নিজেদের সুরক্ষা করবেন, তা দেখানোয় এ মহড়ার উদ্দেশ্য ছিল। মহড়ায় ভূমিকম্প পরিস্থিতি, কৃত্রিম ধোঁয়ার সৃষ্টি করা হয়। এ অবস্থায় দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছে আমাদের করণীয় দৃশ্য, অগ্নি দুর্ঘটনায় দ্রুত সাড়াদান ও উদ্ধার তৎপরতা মহড়ার মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।’

মহড়ায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচ সদস্য করে দুটি রেস্কিউ টিম, ছয় সদস্যের ফাস্ট এইড ও অ্যাম্বুলেন্স টিম, ৯ সদস্যের অগ্নি নির্বাপণ টিমসহ মোট ২৫ জন ফায়ার ফাইটার অংশগ্রহণ করেন। এছাড়াও বিশেষ এই মহড়ায় ডা. নূর হোসেন ইম্প্যাক্ট ফাইন্ডেশনের মেডিকেল টিম নিয়ে উপস্থিত ছিলেন। মহড়ায় আরও উপস্থিত ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা প্রোগ্রাম প্রশাসক ডা. শফিউল কবির জিপু, ইম্প্যাক্ট ফাউন্ডেশন হাসপাতালে ম্যানেজার রফিকুল ইসলাম ও ইম্প্যাক্ট ফাউন্ডেশনের নতুন ভবনের সাইট ইঞ্জিনিয়ার গোলাম মোর্সেদ।

ইম্প্যাক্ট ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা প্রোগ্রাম প্রশাসক ডা. শফিউল কবির জিপু বলেন, ‘যেকোনো সময়, যেকোনো স্থানে, যেকোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে। আমাদের সকলকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের এই মহড়া আমাদেরকে অনেককিছু শিখিয়েছে। ইম্প্যাক্ট ফাউন্ডেশনের একজন চিকিৎসক একটি টিম নিয়ে সরাসরি এই মহড়ায় অংশগ্রহণ করে।’

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট ফাউন্ডেশনের নতুন ভবনে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া

আপলোড টাইম : ১০:৪০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক: প্রাকৃতিক দুর্যোগ কিংবা অগ্নি দুর্ঘটনা ঘটলে সহজে উদ্ধার কাজ এবং তাৎক্ষণিক করণীয় বিষয়ে বিশেষ মহড়া চালিয়েছে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার ইম্প্যাক্ট ফাউন্ডেশনের নতুন ভবনের অভ্যন্তরে ভূমিকম্প হলে করণীয় এবং আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার নানা কৌশল দেখানো হয়। এসময় সেখানে কৃত্রিম ভূমিকম্প পরিস্থিতি সৃষ্টি করা হয়। পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কীভাবে দ্রুত নেভাতে হয়, তা নতুন ভবনের সামনে কৃত্রিম আগুন জালিয়ে মহড়ার মাধ্যমে দেখানো হয়।

এসময় অগ্নি নির্বাপণের কোনো অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার না করেই সাধারণভাবে আগুন নেভাতে দেখা যায় ফায়ার সার্ভিস টিমকে। এছাড়া আগুন লাগার পর দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের বিভিন্ন ইউনিটের রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া, হতাহত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয়ের দৃশ্য দেখান ফায়ার সার্ভিসের কর্মীরা। নিজেদের কর্মী বাহিনী ও ইম্প্যাক্ট ফাউন্ডেশনের মেডিকেল টিমের অভিনয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে নানা কৌশল তুলে ধরা হয় এ মহড়ায়। এসময় মহড়া দেখতে সাধারণ মানুষ ইম্প্যাক্ট ফাইন্ডেশনের সামনে ভিড় করেন। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামানের নির্দেশে হঠাৎ অগ্নিকাণ্ডে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষেই ফায়ার সার্ভিস ইউনিট এই মহড়া পরিচালনা করে। মহড়ায় নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান ও জাহাঙ্গীর আলম।

স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ‘সাধারণ মানুষ যেন সচেতন হতে পারেন এবং দুর্যোগ-দুর্ঘটনা ঘটলে কীভাবে নিজেরাই নিজেদের সুরক্ষা করবেন, তা দেখানোয় এ মহড়ার উদ্দেশ্য ছিল। মহড়ায় ভূমিকম্প পরিস্থিতি, কৃত্রিম ধোঁয়ার সৃষ্টি করা হয়। এ অবস্থায় দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছে আমাদের করণীয় দৃশ্য, অগ্নি দুর্ঘটনায় দ্রুত সাড়াদান ও উদ্ধার তৎপরতা মহড়ার মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।’

মহড়ায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচ সদস্য করে দুটি রেস্কিউ টিম, ছয় সদস্যের ফাস্ট এইড ও অ্যাম্বুলেন্স টিম, ৯ সদস্যের অগ্নি নির্বাপণ টিমসহ মোট ২৫ জন ফায়ার ফাইটার অংশগ্রহণ করেন। এছাড়াও বিশেষ এই মহড়ায় ডা. নূর হোসেন ইম্প্যাক্ট ফাইন্ডেশনের মেডিকেল টিম নিয়ে উপস্থিত ছিলেন। মহড়ায় আরও উপস্থিত ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা প্রোগ্রাম প্রশাসক ডা. শফিউল কবির জিপু, ইম্প্যাক্ট ফাউন্ডেশন হাসপাতালে ম্যানেজার রফিকুল ইসলাম ও ইম্প্যাক্ট ফাউন্ডেশনের নতুন ভবনের সাইট ইঞ্জিনিয়ার গোলাম মোর্সেদ।

ইম্প্যাক্ট ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা প্রোগ্রাম প্রশাসক ডা. শফিউল কবির জিপু বলেন, ‘যেকোনো সময়, যেকোনো স্থানে, যেকোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে। আমাদের সকলকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের এই মহড়া আমাদেরকে অনেককিছু শিখিয়েছে। ইম্প্যাক্ট ফাউন্ডেশনের একজন চিকিৎসক একটি টিম নিয়ে সরাসরি এই মহড়ায় অংশগ্রহণ করে।’