ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনার সমর্থককে কুপিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার শহরতলী দৌলতদিয়াড়ে পিকনিক করার সময় পাপ্পু (২০) নামে এক আর্জেন্টাইন সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় দক্ষিনপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম পাপ্পু দক্ষিনপাড়ার বিপ্লব হোসেনের ছেলে।

আহত পাপ্পুর কয়েকজন বন্ধু জানায়, আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল খেলা উপলক্ষে পাপ্পুসহ কয়েকজন আর্জেন্টাইন সমর্থকেরা পিকনিক করছিল। পিকনিক করার সময় কয়েকজন যুবক পাপ্পুকে ডেকে নিয়ে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আমরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, পাপ্পুর বা হাতে ও পিঠে ধারাল অস্ত্রের জখমের চিহ্ন পাওয়া গেছে। ক্ষতস্থানে ১০ টি সেলাই দেওয়া হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নেফাউল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে পূর্বশক্রতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনার সমর্থককে কুপিয়ে জখম

আপলোড টাইম : ০৩:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার শহরতলী দৌলতদিয়াড়ে পিকনিক করার সময় পাপ্পু (২০) নামে এক আর্জেন্টাইন সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় দক্ষিনপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম পাপ্পু দক্ষিনপাড়ার বিপ্লব হোসেনের ছেলে।

আহত পাপ্পুর কয়েকজন বন্ধু জানায়, আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল খেলা উপলক্ষে পাপ্পুসহ কয়েকজন আর্জেন্টাইন সমর্থকেরা পিকনিক করছিল। পিকনিক করার সময় কয়েকজন যুবক পাপ্পুকে ডেকে নিয়ে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আমরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, পাপ্পুর বা হাতে ও পিঠে ধারাল অস্ত্রের জখমের চিহ্ন পাওয়া গেছে। ক্ষতস্থানে ১০ টি সেলাই দেওয়া হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নেফাউল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে পূর্বশক্রতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’