ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আদালতে ইট নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইট মেরে নারী ও শিশু আদালতের জানালার গ্লাস ভেঙে দেওয়ার অপরাধে টোটন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। পরে এ ঘটনায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইলিয়াস বাদী হয়ে তাঁর বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার টোটন আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমুরদিয়া বলাকা পাড়ার মৃত হুমায়ূন শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে আদালতে ঘুরতে যায় টোটন। এসময় একটা ইট ছুঁড়ে মেরে নারী ও শিশু আদালতে জানালার গ্লাস ভেঙে দেয়। এ ঘটনায় আদালতের কর্মকর্তা-কর্মচারীরা ছুটে এসে টোটনকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে টোটনকে আটক করে থানা হেফাজতে নেয়। পরে সন্ধ্যার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইলিয়াস বাদী হয়ে তাঁর বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, সংশ্লিষ্ট মামলায় আগামীকাল (আজ) তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় আদালতে ইট নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

আপলোড টাইম : ০৭:১৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইট মেরে নারী ও শিশু আদালতের জানালার গ্লাস ভেঙে দেওয়ার অপরাধে টোটন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। পরে এ ঘটনায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইলিয়াস বাদী হয়ে তাঁর বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার টোটন আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমুরদিয়া বলাকা পাড়ার মৃত হুমায়ূন শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে আদালতে ঘুরতে যায় টোটন। এসময় একটা ইট ছুঁড়ে মেরে নারী ও শিশু আদালতে জানালার গ্লাস ভেঙে দেয়। এ ঘটনায় আদালতের কর্মকর্তা-কর্মচারীরা ছুটে এসে টোটনকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে টোটনকে আটক করে থানা হেফাজতে নেয়। পরে সন্ধ্যার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইলিয়াস বাদী হয়ে তাঁর বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, সংশ্লিষ্ট মামলায় আগামীকাল (আজ) তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।