ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আগামী কয়েকদিন বাড়তে পারে শীত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ১২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
মেঘমুক্ত হয়েছে আকাশ, দিনে ঝকমকে রোদ থাকায় আগামী কয়েকদিন চুয়াডাঙ্গা কমবে তাপমাত্র ও বাড়বে শীত। গত নভেম্বর মাসের শুরুতে হুট করে বৃষ্টি বিদায় নেওয়ার পরপরই এ জেলায় হাড়কাঁপানো শীত নেমেছে। বিশেষ করে দুপুর গড়িয়ে বিকেল হতেই তাপমাত্রা কমছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সোমবার দিনের তাপমাত্রা একটু বাড়লেও রাতে শীত বাড়বে। আগামী কয়েকদিনই শীতের দাপট বাড়তে থাকবে। শৈত্যপ্রবাহ নতুন নতুন এলাকায় ছড়াবে। দিনে রোদ থাকবে, আর রাতে শীত বাড়বে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত আবহাওয়াবিদ রাকিবুল ইসলাম বলেন, রোববার থেকে চুয়াডাঙ্গার আকাশে মেঘ সরতে শুরু করে। ফলে শীতের বাতাস দ্রুত এ জেলায় আবার ছড়িয়ে পড়ছে, লক্ষণ দেখা যাচ্ছে শীত বেড়ে যাওয়ার। আগামী কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে। গতকাল চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাত নয়টায় জেলার তাপমাত্র রেকর্ড করা হয় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও দিনের বেলায় জেলার সর্বোচ্চ তাপমাত্র ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় আগামী কয়েকদিন বাড়তে পারে শীত

আপলোড টাইম : ১০:০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
মেঘমুক্ত হয়েছে আকাশ, দিনে ঝকমকে রোদ থাকায় আগামী কয়েকদিন চুয়াডাঙ্গা কমবে তাপমাত্র ও বাড়বে শীত। গত নভেম্বর মাসের শুরুতে হুট করে বৃষ্টি বিদায় নেওয়ার পরপরই এ জেলায় হাড়কাঁপানো শীত নেমেছে। বিশেষ করে দুপুর গড়িয়ে বিকেল হতেই তাপমাত্রা কমছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সোমবার দিনের তাপমাত্রা একটু বাড়লেও রাতে শীত বাড়বে। আগামী কয়েকদিনই শীতের দাপট বাড়তে থাকবে। শৈত্যপ্রবাহ নতুন নতুন এলাকায় ছড়াবে। দিনে রোদ থাকবে, আর রাতে শীত বাড়বে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত আবহাওয়াবিদ রাকিবুল ইসলাম বলেন, রোববার থেকে চুয়াডাঙ্গার আকাশে মেঘ সরতে শুরু করে। ফলে শীতের বাতাস দ্রুত এ জেলায় আবার ছড়িয়ে পড়ছে, লক্ষণ দেখা যাচ্ছে শীত বেড়ে যাওয়ার। আগামী কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে। গতকাল চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাত নয়টায় জেলার তাপমাত্র রেকর্ড করা হয় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও দিনের বেলায় জেলার সর্বোচ্চ তাপমাত্র ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।