ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পান ব্যবসায়ী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পরা সাইদুর রহমান (৪৫) নামের এক পান ব্যবসায়ীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে বাসের কন্ট্রাক্টর অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অজ্ঞান পার্টির খপ্পরে পরা পান ব্যবসায়ী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ভদুয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে।

অজ্ঞান পার্টির খপ্পড়ে পরা পান ব্যবসায়ী সাইদুর রহমানের স্ত্রী নারগিছ খাতুন বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় পান নিয়ে ঢাকায় গিয়েছিলেন আমার স্বামী সাইদুর। আজ (গতকাল শনিবার) সন্ধ্যার মধ্যে তার বাড়িতে ফিরে আসার কথা থাকলেও তিনি ফিরে আসেননি। বিকেল থেকে তিনি আমার মোবাইল ফোনও রিসিভ করেননি। সন্ধ্যার পড়ে বাসের কন্ট্রাক্টর মোবাইল রিসিভ করে জানান আমার স্বামী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হবে। এসময় আমরা দ্রুত সদর হাসপাতালে আসি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে কয়েকজন ব্যক্তি অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তিনি বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পরেন বলে জানতে পারি। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে। তার চেতনা ফিরতে ১২ ঘণ্টারও বেশি সময় লাগতে পারে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পান ব্যবসায়ী

আপলোড টাইম : ০২:০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পরা সাইদুর রহমান (৪৫) নামের এক পান ব্যবসায়ীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে বাসের কন্ট্রাক্টর অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অজ্ঞান পার্টির খপ্পরে পরা পান ব্যবসায়ী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ভদুয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে।

অজ্ঞান পার্টির খপ্পড়ে পরা পান ব্যবসায়ী সাইদুর রহমানের স্ত্রী নারগিছ খাতুন বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় পান নিয়ে ঢাকায় গিয়েছিলেন আমার স্বামী সাইদুর। আজ (গতকাল শনিবার) সন্ধ্যার মধ্যে তার বাড়িতে ফিরে আসার কথা থাকলেও তিনি ফিরে আসেননি। বিকেল থেকে তিনি আমার মোবাইল ফোনও রিসিভ করেননি। সন্ধ্যার পড়ে বাসের কন্ট্রাক্টর মোবাইল রিসিভ করে জানান আমার স্বামী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হবে। এসময় আমরা দ্রুত সদর হাসপাতালে আসি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে কয়েকজন ব্যক্তি অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তিনি বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পরেন বলে জানতে পারি। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে। তার চেতনা ফিরতে ১২ ঘণ্টারও বেশি সময় লাগতে পারে।’