ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পুলিশের মাদক বিরোধী অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৪৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ দু’জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার চুনুড়ীপাড়ার মৃত ঠাণ্ডু মণ্ডলের ছেলে আসলাম হোসেন (২৫) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া রেলপাড়ার ইউনুচ আলীর ছেলে আব্দুল হাকিম (১৯)।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় পৃথক দুটি স্থান থেকে দু’জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আসলাম হোসেনের কাছ থেকে ৩ শ গ্রাম ও আব্দুল হাকিমের কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে নেওয়া হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া বলেন, গতকাল সোমবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ দুজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আসলাম হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং আব্দুল হাকিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ছিলেন সোবহান আলী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পুলিশের মাদক বিরোধী অভিযান

আপলোড টাইম : ০৬:৪৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ দু’জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার চুনুড়ীপাড়ার মৃত ঠাণ্ডু মণ্ডলের ছেলে আসলাম হোসেন (২৫) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া রেলপাড়ার ইউনুচ আলীর ছেলে আব্দুল হাকিম (১৯)।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় পৃথক দুটি স্থান থেকে দু’জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আসলাম হোসেনের কাছ থেকে ৩ শ গ্রাম ও আব্দুল হাকিমের কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে নেওয়া হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া বলেন, গতকাল সোমবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ দুজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আসলাম হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং আব্দুল হাকিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ছিলেন সোবহান আলী।