ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুরি, ডাকাতি ও ছিনতাই থেকে রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

সব অভিযোগ তদন্ত করা হচ্ছে, পুলিশ বক্স বসানোর চেষ্টা চলছে : ওসি আব্দুল খালেক

জীবননগর অফিস: জীবননগর উপজেলার মনোহরপুর-আন্দুলবাড়ীয়া সড়কে ডাকাতি ও ছিনতাই থেকে এলাকাবাসীকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মনোহরপুর বাজারে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে মনোহরপুর, খয়েরহুদা ও কাশিপুরের স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, মনোহরপুর-আন্দুলবাড়ীয়া সড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ৪০ বছর যাবৎ এ সড়কে ডাকাতি ও ছিনতাই সংঘটিত হলেও কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। গত কয়েক বছরে যাবৎ ডাকাতির কবলে পড়ে সর্বশান্ত হয়েছেন অনেকেই। সর্বশেষ গত বুধবার মনোহরপুর-খয়েরহদা আঞ্চলিক সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এলাকায় ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসন কয়েকদিন সজাগ থাকে। পরে আবার আগের অবস্থায় ফিরে যান। এতে তিন গ্রামের মানুষ অসহায় হয়ে পড়েছে। জান ও মালের নিরাপত্তায় আস্থা হারাচ্ছে পুলিশ-প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর অবনতিতে জীবন ও মালামালের নিরাপত্তাহীনতায় আতঙ্কিত এলাকাবাসী। চুরি, ডাকাতি ও ছিনতাই সংঘটিত হলেও কাউকেই আটক করতেও পারিনি জীবননগর থানা পুলিশ। তারা এলাকায় ডাকাতি ও ছিনতাই বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান। চুরি, ডাকাতি ও ছিনতাই কবল থেকে জান ও মালামালের নিরাপত্তা রক্ষায় পুলিশ বক্স নির্মাণের আহ্বানও জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসূল, সাধারণ সম্পাদক আহসান হাবীব বকুল, বিআরডিপির সাবেক ডেপুটি ডাইরেক্ট আবুল হাসান, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী ইঞ্জিনিয়ার শওকাতুল ইসলাম চৌধুরী, সাবেক জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আকিমুল ইসলাম আকমান। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজামুল হক, কেডিকে ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওমেদুল হক, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ইসরাইল, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ ঝণ্টুসহ মনোহরপুর, খয়েরহুদার ও কাশিপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, এলাকাবাসীর অভিযোগ তদন্ত করা হচ্ছে। কেডিকে ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে পুলিশ বক্স বসানোর চেষ্টা চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুরি, ডাকাতি ও ছিনতাই থেকে রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপলোড টাইম : ০৮:৫৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

সব অভিযোগ তদন্ত করা হচ্ছে, পুলিশ বক্স বসানোর চেষ্টা চলছে : ওসি আব্দুল খালেক

জীবননগর অফিস: জীবননগর উপজেলার মনোহরপুর-আন্দুলবাড়ীয়া সড়কে ডাকাতি ও ছিনতাই থেকে এলাকাবাসীকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মনোহরপুর বাজারে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে মনোহরপুর, খয়েরহুদা ও কাশিপুরের স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, মনোহরপুর-আন্দুলবাড়ীয়া সড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ৪০ বছর যাবৎ এ সড়কে ডাকাতি ও ছিনতাই সংঘটিত হলেও কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। গত কয়েক বছরে যাবৎ ডাকাতির কবলে পড়ে সর্বশান্ত হয়েছেন অনেকেই। সর্বশেষ গত বুধবার মনোহরপুর-খয়েরহদা আঞ্চলিক সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এলাকায় ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসন কয়েকদিন সজাগ থাকে। পরে আবার আগের অবস্থায় ফিরে যান। এতে তিন গ্রামের মানুষ অসহায় হয়ে পড়েছে। জান ও মালের নিরাপত্তায় আস্থা হারাচ্ছে পুলিশ-প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর অবনতিতে জীবন ও মালামালের নিরাপত্তাহীনতায় আতঙ্কিত এলাকাবাসী। চুরি, ডাকাতি ও ছিনতাই সংঘটিত হলেও কাউকেই আটক করতেও পারিনি জীবননগর থানা পুলিশ। তারা এলাকায় ডাকাতি ও ছিনতাই বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান। চুরি, ডাকাতি ও ছিনতাই কবল থেকে জান ও মালামালের নিরাপত্তা রক্ষায় পুলিশ বক্স নির্মাণের আহ্বানও জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসূল, সাধারণ সম্পাদক আহসান হাবীব বকুল, বিআরডিপির সাবেক ডেপুটি ডাইরেক্ট আবুল হাসান, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী ইঞ্জিনিয়ার শওকাতুল ইসলাম চৌধুরী, সাবেক জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আকিমুল ইসলাম আকমান। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজামুল হক, কেডিকে ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওমেদুল হক, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ইসরাইল, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ ঝণ্টুসহ মনোহরপুর, খয়েরহুদার ও কাশিপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, এলাকাবাসীর অভিযোগ তদন্ত করা হচ্ছে। কেডিকে ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে পুলিশ বক্স বসানোর চেষ্টা চলছে।