ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে এনটিআরসিএ পরীক্ষা বন্ধ রেখে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এই তিন জেলায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ‘২০০৫ সালে গঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র উদ্দেশ্যে ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষক নির্বাচন করা। তাদের নিয়ম অনুয়ায়ী শূন্য পদের বিপরীতে শিক্ষকদের নিবন্ধন সনদ দেওয়া হয়। কিন্তু সে সময় আমাদের শূন্য পদের বিপরীতে নিয়োগ না দিয়ে বারবার পরীক্ষা নিয়ে অতিরিক্ত শিক্ষকদের সনদ দিয়েছে। এতে আমরা যারা ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় সনদ পেয়েছি, তাদের অধিকাংশ প্রার্থী চাকরি পাচ্ছি না। শিক্ষকদের দাবি, যারা আগে নিবন্ধিত হয়েছে তাদের প্যানেল ভিত্তিক এক আবেদনে নিয়োগ দেওয়া ও সমস্ত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগ না দেওয়া পর্যন্ত এনটিআরসিএ’র পরীক্ষা বন্ধ রাখা হোক।’

চুয়াডাঙ্গা:

এনটিআরসিএ নিবন্ধন সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্যানেল প্রত্যাশী নিবন্ধন প্রাপ্তরা। গতকাল শুক্রবার  বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। প্যানেল প্রত্যাশী নিবন্ধন প্রাপ্ত শিক্ষক সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াসমিনের পরিচালনায় মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করে নিজেদের দাবি উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

এসময় অত্র সংগঠনে খুলনা বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক মিজানুর রহমানসহ আরো উপস্থিত ছিলেন জেসমিন নাহার, ইলিয়াস হোসেন, আতিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

মেহেরপুর:

মেহেরপুরে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন মেহেরপুর জেলা শাখার সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে। শারমিন আক্তার চায়নার নেতৃত্বে মানববন্ধনে প্যানেল প্রত্যাশী শিক্ষক আম্বিয়া খাতুন, ওমর ফারুক, সেলিনা খাতুন, ফজিলা খাতুন, শাকিলা খাতুন, মাসুমা রহমান প্রমুখ অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ:

ঝিনাইদহে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন ঝিনাইদহ জেলা শাখা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতবৃন্দসহ অন্যান্যরা অংশ নেয়। এসময় বক্তব্য দেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, সমন্বয়কারী মাসুদ রানা, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, প্রচার সম্পাদক বিল্লাল হোসাইন ও অর্থ সম্পাদক তাসলিমা খাতুন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে এনটিআরসিএ পরীক্ষা বন্ধ রেখে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

আপলোড টাইম : ০৯:৪৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এই তিন জেলায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ‘২০০৫ সালে গঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র উদ্দেশ্যে ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষক নির্বাচন করা। তাদের নিয়ম অনুয়ায়ী শূন্য পদের বিপরীতে শিক্ষকদের নিবন্ধন সনদ দেওয়া হয়। কিন্তু সে সময় আমাদের শূন্য পদের বিপরীতে নিয়োগ না দিয়ে বারবার পরীক্ষা নিয়ে অতিরিক্ত শিক্ষকদের সনদ দিয়েছে। এতে আমরা যারা ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় সনদ পেয়েছি, তাদের অধিকাংশ প্রার্থী চাকরি পাচ্ছি না। শিক্ষকদের দাবি, যারা আগে নিবন্ধিত হয়েছে তাদের প্যানেল ভিত্তিক এক আবেদনে নিয়োগ দেওয়া ও সমস্ত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগ না দেওয়া পর্যন্ত এনটিআরসিএ’র পরীক্ষা বন্ধ রাখা হোক।’

চুয়াডাঙ্গা:

এনটিআরসিএ নিবন্ধন সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্যানেল প্রত্যাশী নিবন্ধন প্রাপ্তরা। গতকাল শুক্রবার  বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। প্যানেল প্রত্যাশী নিবন্ধন প্রাপ্ত শিক্ষক সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াসমিনের পরিচালনায় মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করে নিজেদের দাবি উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

এসময় অত্র সংগঠনে খুলনা বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক মিজানুর রহমানসহ আরো উপস্থিত ছিলেন জেসমিন নাহার, ইলিয়াস হোসেন, আতিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

মেহেরপুর:

মেহেরপুরে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন মেহেরপুর জেলা শাখার সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে। শারমিন আক্তার চায়নার নেতৃত্বে মানববন্ধনে প্যানেল প্রত্যাশী শিক্ষক আম্বিয়া খাতুন, ওমর ফারুক, সেলিনা খাতুন, ফজিলা খাতুন, শাকিলা খাতুন, মাসুমা রহমান প্রমুখ অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ:

ঝিনাইদহে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন ঝিনাইদহ জেলা শাখা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতবৃন্দসহ অন্যান্যরা অংশ নেয়। এসময় বক্তব্য দেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, সমন্বয়কারী মাসুদ রানা, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, প্রচার সম্পাদক বিল্লাল হোসাইন ও অর্থ সম্পাদক তাসলিমা খাতুন।