ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্যদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় আমেরিকা প্রবাসী খালিদ মাহফুজ মারুফ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

‘কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, চুয়াডাঙ্গা আমার নিজের জেলা হিসেবে যখন যেভাবে সম্ভব, সেভাবেই অসহায় মানুষের পাশে থাকতে চাই। উন্নয়ন তরান্বিত করার সুযোগ পেলে চুয়াডাঙ্গার জন্য তা শতভাগ করতে চাই।’

একে টেলিভিশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মো. খালিদ মাহফুজ মারুফ উপরোক্ত আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আমেরিকার সিটিজেন নেওয়ার সময়ই ওই দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছি। ওই দেশের রেওয়াজ অনুযায়ী হতে হয়েছে। দেশে রাজনীতির কোনো ইচ্ছেই আমার নেই। একে টেলিভিশন করেছি বিনোদনসহ অজানাকে জানার সুযোগ সৃৃষ্টির জন্য। অল্প দিনে আমরা অনেকটাই এগিয়েছি। আনজাম খালেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একে টেলিভিশনের কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। চুয়াডাঙ্গা আমার নিজের জেলা। নিজ জেলায় এসে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময়ে মিলিত হতে পেরে খুবই ভালো লাগছে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দাতা সদস্যপদ নিয়েছি। আগামীতে যখন যতটুকু পারব, সাংবাদিকদের এ প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার সর্বাত্মক চেষ্টা করব।’

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রেসক্লাব মিলনয়াতনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য ইমরোজ উদ্দীন খোকন ও একে টেলিভিশনের এমডি প্রেসক্লাব সদস্য আনজাম খালেক।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিব উপস্থাপিত আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন প্রবীণ সাংবাদিক এম এম আলাউদ্দীন। শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য এম এ মামুন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, প্রেসক্লাব সদস্য হুসাইন মালিক প্রমুখ। বক্তব্য পর্বের আগে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত সাংবাদিকেরা পরিচয় দিয়ে অতিথির সাথে সবাই পরিচিত হন।

বিশেষ অতিথি ও শুভেচ্ছ বক্তব্য দিতে গিয়ে বক্তাদের মধ্যে অনেকেই বলেন, আমেরিকায় থেকেও করোনাসহ নানা সংকটে খালিদ মাহফুজ মারুফ অর্থ পাঠিয়ে দুস্থদের পাশে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন। কোথায় কী করলে দুস্থদের দুর্ভোগ লাঘব হবে, তাও শুনে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে আয়োজনের প্রধান অতিথি মো. খালিদ মাহফুজ মারুফ বক্তব্যে বলেন, আমেরিকায় শত ব্যস্ততার মধ্যেও কেন যেন মনে হয় চুয়াডাঙ্গা কেমন আছে জেনে দেখি। কিছু করার থাকলে করার চেষ্টা করি। সাংবাদিকদের যেভাবে আজ পাশে পেলাম, এভাবে পাশে পেলে আগামীতে আরও অনেক কিছু করব ইনশাল্লাহ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্যদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় আমেরিকা প্রবাসী খালিদ মাহফুজ মারুফ

আপলোড টাইম : ০৮:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদন:

‘কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, চুয়াডাঙ্গা আমার নিজের জেলা হিসেবে যখন যেভাবে সম্ভব, সেভাবেই অসহায় মানুষের পাশে থাকতে চাই। উন্নয়ন তরান্বিত করার সুযোগ পেলে চুয়াডাঙ্গার জন্য তা শতভাগ করতে চাই।’

একে টেলিভিশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মো. খালিদ মাহফুজ মারুফ উপরোক্ত আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আমেরিকার সিটিজেন নেওয়ার সময়ই ওই দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছি। ওই দেশের রেওয়াজ অনুযায়ী হতে হয়েছে। দেশে রাজনীতির কোনো ইচ্ছেই আমার নেই। একে টেলিভিশন করেছি বিনোদনসহ অজানাকে জানার সুযোগ সৃৃষ্টির জন্য। অল্প দিনে আমরা অনেকটাই এগিয়েছি। আনজাম খালেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একে টেলিভিশনের কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। চুয়াডাঙ্গা আমার নিজের জেলা। নিজ জেলায় এসে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময়ে মিলিত হতে পেরে খুবই ভালো লাগছে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দাতা সদস্যপদ নিয়েছি। আগামীতে যখন যতটুকু পারব, সাংবাদিকদের এ প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার সর্বাত্মক চেষ্টা করব।’

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রেসক্লাব মিলনয়াতনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য ইমরোজ উদ্দীন খোকন ও একে টেলিভিশনের এমডি প্রেসক্লাব সদস্য আনজাম খালেক।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিব উপস্থাপিত আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন প্রবীণ সাংবাদিক এম এম আলাউদ্দীন। শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য এম এ মামুন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, প্রেসক্লাব সদস্য হুসাইন মালিক প্রমুখ। বক্তব্য পর্বের আগে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত সাংবাদিকেরা পরিচয় দিয়ে অতিথির সাথে সবাই পরিচিত হন।

বিশেষ অতিথি ও শুভেচ্ছ বক্তব্য দিতে গিয়ে বক্তাদের মধ্যে অনেকেই বলেন, আমেরিকায় থেকেও করোনাসহ নানা সংকটে খালিদ মাহফুজ মারুফ অর্থ পাঠিয়ে দুস্থদের পাশে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন। কোথায় কী করলে দুস্থদের দুর্ভোগ লাঘব হবে, তাও শুনে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে আয়োজনের প্রধান অতিথি মো. খালিদ মাহফুজ মারুফ বক্তব্যে বলেন, আমেরিকায় শত ব্যস্ততার মধ্যেও কেন যেন মনে হয় চুয়াডাঙ্গা কেমন আছে জেনে দেখি। কিছু করার থাকলে করার চেষ্টা করি। সাংবাদিকদের যেভাবে আজ পাশে পেলাম, এভাবে পাশে পেলে আগামীতে আরও অনেক কিছু করব ইনশাল্লাহ।