ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় সুখের সংসার ফিরে পেল রুমানা খাতুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গায় পুলিশ সুপারের মধ্যস্থতায় মোছা. রুমানা খাতুন ফিরে পেল তার সুখের সংসার। গতকাল বুধবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’-এর মাধ্যমে এ সমস্যার সমাধান করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নিলার মোড় সুমিরদিয়া গ্রামের রেজাউল হকের মেয়ে মোছা. রুমানা খাতুনের সাথে আনুমানিক ১১ মাস পূর্বে চুয়াডাঙ্গা সদরের মুসলিমপাড়ার আশির উদ্দীনের ছেলে মো. জুয়ের রানা (২৬) ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর হতে যৌতুকের দাবিতে মো. জুয়েল তাঁর স্ত্রী রুমানা খাতুনের সাথে পারিবারিক কলহে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে জুয়েল ও তার পরিবারের লোকজন রুমানা খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একপর্যায়ের রুমানা তার স্বামী ও তার পরিবারের নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম উক্ত বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁর কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উভয়পক্ষকে গতকাল বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা)-এর প্রত্যক্ষ মধ্যস্থতায় মো. জুয়েল রানা তাঁর স্ত্রী মোছা. রুমানা খাতুুনের সাথে সব বিবাদ ভুলে পুনরায় সংসার করতে সম্মত হয়। অবশেষে পুলিশ সুপারের হস্তক্ষেপে মোছা. রুমানা খাতুন ফিরে পেল তার সুখের সংসার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় সুখের সংসার ফিরে পেল রুমানা খাতুন

আপলোড টাইম : ০৯:১৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গায় পুলিশ সুপারের মধ্যস্থতায় মোছা. রুমানা খাতুন ফিরে পেল তার সুখের সংসার। গতকাল বুধবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’-এর মাধ্যমে এ সমস্যার সমাধান করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নিলার মোড় সুমিরদিয়া গ্রামের রেজাউল হকের মেয়ে মোছা. রুমানা খাতুনের সাথে আনুমানিক ১১ মাস পূর্বে চুয়াডাঙ্গা সদরের মুসলিমপাড়ার আশির উদ্দীনের ছেলে মো. জুয়ের রানা (২৬) ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর হতে যৌতুকের দাবিতে মো. জুয়েল তাঁর স্ত্রী রুমানা খাতুনের সাথে পারিবারিক কলহে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে জুয়েল ও তার পরিবারের লোকজন রুমানা খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একপর্যায়ের রুমানা তার স্বামী ও তার পরিবারের নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম উক্ত বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁর কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উভয়পক্ষকে গতকাল বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা)-এর প্রত্যক্ষ মধ্যস্থতায় মো. জুয়েল রানা তাঁর স্ত্রী মোছা. রুমানা খাতুুনের সাথে সব বিবাদ ভুলে পুনরায় সংসার করতে সম্মত হয়। অবশেষে পুলিশ সুপারের হস্তক্ষেপে মোছা. রুমানা খাতুন ফিরে পেল তার সুখের সংসার।