ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৩ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বয়াক অ্যাড. মজিবুল হক চৌধুরী মিণ্টু এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন- সভাপতি পদে মহা. শামসুজ্জোহা, সহসভাপতি পদে আকসিজুল ইসলাম রতন ও আবু তালেব বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মইন উদ্দীন মইনুল, যুগ্ম-সম্পাদক পদে ওয়ালি-উল-আকরাম সুজন ও ইমরানুল আহম্মদ। কার্যনির্বাহী সদস্য পদে এম এম শাহজাহান মুকুল, আব্দুল বারী, জুলফিকার আলী মুকুল, রফিকুল ইসলাম, আসম আব্দুর রউফ, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, তালিম হোসেন, ওয়াহেদুজ্জামান বুলা ও শফিকুল ইসলাম শফি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা উপ-পরিষদের সদস্য হিসেবে হাজী এমএম মনোয়ার হোসেন ও সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ দায়িত্ব পালন করেন।

নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক মজিবুল হক চৌধুরী বলেন, কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রতিবন্ধকতা না থাকায় ১৫টি পদের সকল প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো। প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর জেলা আয়কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ১ বছর মেয়াদী নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। ঘোষিত তফশিল অনুযায়ী গত ১৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করা হয় এবং আগামী ২৬ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৩ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বয়াক অ্যাড. মজিবুল হক চৌধুরী মিণ্টু এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন- সভাপতি পদে মহা. শামসুজ্জোহা, সহসভাপতি পদে আকসিজুল ইসলাম রতন ও আবু তালেব বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মইন উদ্দীন মইনুল, যুগ্ম-সম্পাদক পদে ওয়ালি-উল-আকরাম সুজন ও ইমরানুল আহম্মদ। কার্যনির্বাহী সদস্য পদে এম এম শাহজাহান মুকুল, আব্দুল বারী, জুলফিকার আলী মুকুল, রফিকুল ইসলাম, আসম আব্দুর রউফ, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, তালিম হোসেন, ওয়াহেদুজ্জামান বুলা ও শফিকুল ইসলাম শফি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা উপ-পরিষদের সদস্য হিসেবে হাজী এমএম মনোয়ার হোসেন ও সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ দায়িত্ব পালন করেন।

নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক মজিবুল হক চৌধুরী বলেন, কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রতিবন্ধকতা না থাকায় ১৫টি পদের সকল প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো। প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর জেলা আয়কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ১ বছর মেয়াদী নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। ঘোষিত তফশিল অনুযায়ী গত ১৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করা হয় এবং আগামী ২৬ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়।