ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা ও ডাকবাংলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকা ও ঝিনাইদহের ডাকবাংলায় পৃথক স্থানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চুয়াডাঙ্গা পাইন ক্লাব ও শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের প্রজন্ম বাদপুকুরিয়া সংগঠনে এর আয়োজন করে।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী পাইন ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ১১টায় শহরের হাসপাতাল রোডে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পাইন ক্লাবের সভাপতি মীর্জা শাহরিয়ার মাহমুদ লণ্টুর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহান, সরোয়ার হোসেন মধু, ডা. ফকির মোহাম্মদ, শাহার আলী, হাসান জামান মানিক, নুরুল ইসলাম, আনোয়ার উদ্দিন, রেজাউল করিম, শেফালী খাতুন, তনুজা পারভীন, শেখ মো. আব্দুল আজিজ, আহসানউল্লাহ লিপু, তরিকুল ইসলাম তরু, বিপ্লব হোসেন, মিজানুর রহমান, শাহনেওয়াজ ফারুক এবং অ্যাড. রফিকুল ইসলাম।

এসময় পাইন ক্লাবের সভাপতি মীর্জ শাহরিয়ার মাহমুদ বলেন, বিগত দিনে পাইন ক্লাবের পক্ষ থেকে ৬৩ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে, বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউল ইসলাম খোকন সড়ক নামকরণে ভূমিকা রেখেছেন। বর্ষপূর্তিতে প্রখ্যাত কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের অংশগ্রহণে সঙ্গীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। কৃতী খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। বিগত দিনের এ কার্যক্রম আরো গতিশীল করতে পাইন ক্লাব ও স্থানীয় মানুষের সহযোগিতা কামনা কামনা করছি।

ডাকবাংলা:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে প্রজন্ম বাদপুকুরিয়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। গত শুক্রবার সকাল ১০টার দিকে বাদপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এলাকার সকল চাকরিজীবীদের নিয়ে এ সংগঠনটির আত্মপ্রকাশ করে।
প্রজন্ম বাদপুকুরিয়া সংগঠনের পরিচালক হাবিব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বর্তমান ও সাবেক ইউপি সদস্য আলী আকবর ও আ. ওয়াহাব মিয়া। সংগঠনটি ১৫ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদের হাবিবকে প্রধান ও নয়ন চাঁদকে সহকারী হিসাবে ঘোষণা করা হয়। তারা বলেন, গ্রামের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে থেকে সহযোগিতা করাসহ তাদের সন্তানদের নিয়ে ভাবতে হবে। মেধাবী শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিসিএস ক্যাডারসহ অনান্য পর্যায়ে পৌঁছানোই হবে তাদের উদ্দেশ্য ও লক্ষ্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুজিবনগর উপজেলা ইঞ্জিনিয়ার (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) ও ঝিনাইদহের গ্রাম-গঞ্জের খবর পেইজের উপদেষ্টা আনোয়ার জাহিদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ডাকবাংলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপলোড টাইম : ১০:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকা ও ঝিনাইদহের ডাকবাংলায় পৃথক স্থানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চুয়াডাঙ্গা পাইন ক্লাব ও শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের প্রজন্ম বাদপুকুরিয়া সংগঠনে এর আয়োজন করে।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী পাইন ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ১১টায় শহরের হাসপাতাল রোডে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পাইন ক্লাবের সভাপতি মীর্জা শাহরিয়ার মাহমুদ লণ্টুর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহান, সরোয়ার হোসেন মধু, ডা. ফকির মোহাম্মদ, শাহার আলী, হাসান জামান মানিক, নুরুল ইসলাম, আনোয়ার উদ্দিন, রেজাউল করিম, শেফালী খাতুন, তনুজা পারভীন, শেখ মো. আব্দুল আজিজ, আহসানউল্লাহ লিপু, তরিকুল ইসলাম তরু, বিপ্লব হোসেন, মিজানুর রহমান, শাহনেওয়াজ ফারুক এবং অ্যাড. রফিকুল ইসলাম।

এসময় পাইন ক্লাবের সভাপতি মীর্জ শাহরিয়ার মাহমুদ বলেন, বিগত দিনে পাইন ক্লাবের পক্ষ থেকে ৬৩ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে, বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউল ইসলাম খোকন সড়ক নামকরণে ভূমিকা রেখেছেন। বর্ষপূর্তিতে প্রখ্যাত কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের অংশগ্রহণে সঙ্গীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। কৃতী খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। বিগত দিনের এ কার্যক্রম আরো গতিশীল করতে পাইন ক্লাব ও স্থানীয় মানুষের সহযোগিতা কামনা কামনা করছি।

ডাকবাংলা:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে প্রজন্ম বাদপুকুরিয়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। গত শুক্রবার সকাল ১০টার দিকে বাদপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এলাকার সকল চাকরিজীবীদের নিয়ে এ সংগঠনটির আত্মপ্রকাশ করে।
প্রজন্ম বাদপুকুরিয়া সংগঠনের পরিচালক হাবিব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বর্তমান ও সাবেক ইউপি সদস্য আলী আকবর ও আ. ওয়াহাব মিয়া। সংগঠনটি ১৫ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদের হাবিবকে প্রধান ও নয়ন চাঁদকে সহকারী হিসাবে ঘোষণা করা হয়। তারা বলেন, গ্রামের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে থেকে সহযোগিতা করাসহ তাদের সন্তানদের নিয়ে ভাবতে হবে। মেধাবী শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিসিএস ক্যাডারসহ অনান্য পর্যায়ে পৌঁছানোই হবে তাদের উদ্দেশ্য ও লক্ষ্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুজিবনগর উপজেলা ইঞ্জিনিয়ার (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) ও ঝিনাইদহের গ্রাম-গঞ্জের খবর পেইজের উপদেষ্টা আনোয়ার জাহিদ।