ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতা শরীফ

দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে নেতা-কর্মীরা কাজ করছে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • / ৪৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘দুর্গোৎসব উৎসবমুখর ও প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিএনপির নেতা-কর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাজ করছে। আমরা প্রতিটি মণ্ডপে মণ্ডপে জেলা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দিয়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করেছি। এই স্বেচ্ছাসেবকরা পর্যায়ক্রমে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসব উৎসবমুখর ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।’

গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা সদরের দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ার দুটি মন্দির, আলুকদিয়ার একটা মন্দির, আলমডাঙ্গার কুলপালা, নান্দবারের দুটি মন্দির পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা মুসলিমরা যেমন এ দেশের নাগরিক, ঠিক তেমনি হিন্দু সম্প্রদায়ের সবাইও এ দেশের নাগরিক। তাই আমার হিন্দু ভাইয়েরা কেউ আপনারা দুর্বল নন। আপনাদের পাশে বিএনপির নেতা-কর্মীরা আছে এবং সবসময় থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতিকারী, চক্রান্তকারী কিংবা স্বৈরাচারী, ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী আপনাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে।’

বিভিন্ন মন্দির পরিদর্শনকালে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘স্বৈরাশাসক সরকারের প্রধান শেখ হাসিনা লুটপাট করে দেশ ছেড়েছে। তবে সে তার ধান্দাবাজ নেতা-কর্মীদের রেখে গেছে। এদের বিষয় সতর্ক থাকতে হবে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক।’

পূজামণ্ডপ পরিদর্শনকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের সফরসঙ্গী ছিলেন চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু জয়ন্ত কুমার সিংহ রায়, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ, জেলা যুবদলের গ্রামবিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক সুমন পারভেজ খান, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল আলম মেহেদী, পৌর ছাত্রদলের সদস্য শাহরুখ আহাম্মেদ শাহারু, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সাধারণ সম্পাদক আখতার হোসেন আখতার, আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, গাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনাল হক, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতা শরীফ

দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে নেতা-কর্মীরা কাজ করছে

আপলোড টাইম : ১০:০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘দুর্গোৎসব উৎসবমুখর ও প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিএনপির নেতা-কর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাজ করছে। আমরা প্রতিটি মণ্ডপে মণ্ডপে জেলা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দিয়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করেছি। এই স্বেচ্ছাসেবকরা পর্যায়ক্রমে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসব উৎসবমুখর ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।’

গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা সদরের দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ার দুটি মন্দির, আলুকদিয়ার একটা মন্দির, আলমডাঙ্গার কুলপালা, নান্দবারের দুটি মন্দির পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা মুসলিমরা যেমন এ দেশের নাগরিক, ঠিক তেমনি হিন্দু সম্প্রদায়ের সবাইও এ দেশের নাগরিক। তাই আমার হিন্দু ভাইয়েরা কেউ আপনারা দুর্বল নন। আপনাদের পাশে বিএনপির নেতা-কর্মীরা আছে এবং সবসময় থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতিকারী, চক্রান্তকারী কিংবা স্বৈরাচারী, ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী আপনাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে।’

বিভিন্ন মন্দির পরিদর্শনকালে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘স্বৈরাশাসক সরকারের প্রধান শেখ হাসিনা লুটপাট করে দেশ ছেড়েছে। তবে সে তার ধান্দাবাজ নেতা-কর্মীদের রেখে গেছে। এদের বিষয় সতর্ক থাকতে হবে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক।’

পূজামণ্ডপ পরিদর্শনকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের সফরসঙ্গী ছিলেন চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু জয়ন্ত কুমার সিংহ রায়, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ, জেলা যুবদলের গ্রামবিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক সুমন পারভেজ খান, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল আলম মেহেদী, পৌর ছাত্রদলের সদস্য শাহরুখ আহাম্মেদ শাহারু, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সাধারণ সম্পাদক আখতার হোসেন আখতার, আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, গাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনাল হক, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।