ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগকালে নৌকার প্রাথী ছেলুন জোয়ার্দ্দার

জীবনমানের সমৃদ্ধির জন্য নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ৩২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল সোমবার দিনব্যাপী চুয়াডাঙ্গা পৌরসভা, সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন ও আলমডাঙ্গা শহরে এসব কর্মসূচি পালন করেন তিনি। এছাড়াও সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে নৌকা প্রতীকে ভোট চান।
গণসংযোগ ও পথসভায় সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সচেতন মানবগোষ্ঠীই পারে তাদের অধিকার প্রতিষ্ঠায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে। দেশের উন্নয়ন, গণতন্ত্র, স্থিতিশীলতা তথা মানুষের জীবনমানের সমৃদ্ধির জন্য আসন্ন নির্বাচনে সকলকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা প্রয়োজন। তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আমাদের কমিটি আছে। নির্বাচনী প্রচারণায় প্রতিটি ওয়ার্ডে গণজোয়ার লেগেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের পাশাপাশি ২০১৪ সালের মতো ‘একতরফা’ ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি, তারা ভোটে অংশগ্রহণ না করার জন্য মানুষের মধ্যে লিফলেট বিতরণ শুরু করেছে। আবার এও শুনতে পাচ্ছি, বিএনপি-জামায়াতের সঙ্গে নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা। তবে এ স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে হবে। কারণ বিএনপি-জামায়াত মানুষ পোড়ানো ও গাড়িতে অগ্নিসংযোগসহ বিদেশি চক্রান্তের মাধ্যমে সন্ত্রাসের রাজনীতি করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। কারণ নৌকা শান্তির প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক।

আলমডাঙ্গার বিভিন্ন স্তানে গণসংযোগ ও পথসভায় ছেলুন জোয়ার্দ্দারের সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, সদস্য শাহ আলম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মূসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার।

আলুকদিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড বেলাল হোসেন পিপি, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুল রহমান মুকুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবলু মেম্বার, সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন, সানোয়ার হোসেন, মনোয়ার মেম্বার, পান্না, সাজু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগকালে নৌকার প্রাথী ছেলুন জোয়ার্দ্দার

জীবনমানের সমৃদ্ধির জন্য নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে

আপলোড টাইম : ০৪:৪৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল সোমবার দিনব্যাপী চুয়াডাঙ্গা পৌরসভা, সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন ও আলমডাঙ্গা শহরে এসব কর্মসূচি পালন করেন তিনি। এছাড়াও সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে নৌকা প্রতীকে ভোট চান।
গণসংযোগ ও পথসভায় সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সচেতন মানবগোষ্ঠীই পারে তাদের অধিকার প্রতিষ্ঠায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে। দেশের উন্নয়ন, গণতন্ত্র, স্থিতিশীলতা তথা মানুষের জীবনমানের সমৃদ্ধির জন্য আসন্ন নির্বাচনে সকলকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা প্রয়োজন। তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আমাদের কমিটি আছে। নির্বাচনী প্রচারণায় প্রতিটি ওয়ার্ডে গণজোয়ার লেগেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের পাশাপাশি ২০১৪ সালের মতো ‘একতরফা’ ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি, তারা ভোটে অংশগ্রহণ না করার জন্য মানুষের মধ্যে লিফলেট বিতরণ শুরু করেছে। আবার এও শুনতে পাচ্ছি, বিএনপি-জামায়াতের সঙ্গে নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা। তবে এ স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে হবে। কারণ বিএনপি-জামায়াত মানুষ পোড়ানো ও গাড়িতে অগ্নিসংযোগসহ বিদেশি চক্রান্তের মাধ্যমে সন্ত্রাসের রাজনীতি করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। কারণ নৌকা শান্তির প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক।

আলমডাঙ্গার বিভিন্ন স্তানে গণসংযোগ ও পথসভায় ছেলুন জোয়ার্দ্দারের সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, সদস্য শাহ আলম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মূসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার।

আলুকদিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড বেলাল হোসেন পিপি, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুল রহমান মুকুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবলু মেম্বার, সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন, সানোয়ার হোসেন, মনোয়ার মেম্বার, পান্না, সাজু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।